» জৈন্তা বার্তা পত্রিকার প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা আজ জৈন্তা বার্তা রিপোর্ট

প্রকাশিত: ১২. মার্চ. ২০২১ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ

‘আদি সিলেটের হৃদয় হতে’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটের স্থানীয় পত্রিকা দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা শনিবার (১৩ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে।

নগরীর জিন্দাবাজারস্থ ইলেকট্রনিকস মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)’র মিলনায়তনে দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন, সম্পাদক ফারুক আহমদ ও বার্তা সম্পাদক দেবব্রত রায় দিপন।

সকাল ১১টায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করবেন, মনসুর শিক্ষা ও জনকল্যাণ ট্রাস্ট’র চেয়ারম্যান সৈয়দ আহমদ মনসুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী।

পরে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির ব্যুরো চিফ ইকরামুল কবির, প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার উজ্জল মেহেদী ও যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন।

বেলা ২টায় মধ্যাহ্ন ভোজনের বিরতি শেষে শুরু হবে অনুষ্ঠানের ২য় পর্ব। ২য় পর্বে ইন-হাউজ প্রশিক্ষণ প্রদান করবেন চ্যানেল ২৪ এর ব্যুরো প্রধান গোলজার আহমদ। ইন-হাউজ প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ গ্রহণকারী সকল প্রতিনিধিদের হাতে সনদপত্র বিতরণ করা হবে।

২য় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি গিয়াস উদ্দিন আহম্মেদ পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব জুলিয়া জেসমিন মিলি।

স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে রয়েছে মনসুর শিক্ষা ও জনকল্যাণ ট্রাস্ট, সিলকম অটোমোবাইস ও ইউএস বিডি সিকিউরিটজ।

উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন, দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফারুক আহমদ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৭ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31