শিরোনামঃ-

» যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ ওয়াগনার মকবুল আলী টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন

প্রকাশিত: ০৮. ফেব্রুয়ারি. ২০২১ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট সদর উপজেলা খাদিমনগর ইউনিয়নের ছালিয়া গ্রামের মকবুল আলী টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন, যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জোয়েন ওয়াগনার।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রটি পরিদর্শন করেন তিনি। এসময় টিকা এবং সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলেন, জোয়েন ওয়াগনার।

এসময় জোয়েন ওয়াগনার বলেন, বাংলাদেশ একটি জনবহুল দেশ। এ দেশের মানুষ আগে থেকে অনেক সচেতন। ইউএসএআইডি আমেরিকার জনগন বাংলাদেশের জনগনের পাশে সব সময় আছে।

ইউএসএআইডি এর আন্তরিকতায় এখন বাংলাদেশের মা ও শিশু মৃত্যুর হার অনেক কমেছে। বিশেষ করে মা, শিশু, স্বাস্থ্য, বাল্য বিবাহ, বেকারত্ব দুর করণ, শিক্ষা সম্প্রসারণ, সচেতনতা সৃষ্টির ইউএসএআইডি সব সময় আপনাদের পাশে আছে।

বাংলাদেশের বিশাল জনগণকে কাম্য জনসংখ্যায় পরিনত করতে হলে সবাইকে পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন হতে হবে। পরিবার পরিকল্পনা গ্রহণ করার জন্য নিকটতম স্বাস্থ্য কর্মী ও স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ রাখতে হবে। করোনা ভাইরাস থেকে সবাইকে সচেতন থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনার খাদিম নগরের পরিদর্শক অনুপ কুমার দেব, ২নং ওয়ার্ডের সহকারী সপ্ননা বেগম, মকবুল আলীর ছেলে আব্দুস ছালাম ও সদর উপজেলা স্পোর্টস একাডেমির সদস্য আবুল কালাম আজাদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২০ বার

Share Button

Callender

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031