শিরোনামঃ-

» জালালাবাদ থানায় সিএনজি গাড়ি সহ চোর আটক

প্রকাশিত: ০৮. জানুয়ারি. ২০২১ | শুক্রবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ

জালালাবাদ থানায় সিএনজি গাড়ি সহ চোর আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) এসআই(নিরস্ত্র) মোঃ আশরাফুল সিদ্দিক সঙ্গীয় অফিসার সহ থানা এলাকায় দিবাকালীন সিয়েরা-২১ ডিউটি করাকালে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন যে, জালালাবাদ থানাধীন টুকেরবাজাস্থ হাজী নান্নু মিয়া কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণে মাশাল্লাহ বেটারী দোকানের সামনে সিলেট-সুনামগঞ্জ পাকা রাস্তার উপর সিএনজি সহ ১ জন চোরকে আটক করে স্থানীয় জনগণ।

উক্ত সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ আশরাফুল সিদ্দিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের নিকট হতে সিএনজি অটোরিক্সা যার রেজিঃ নং- সিলেট-থ-১২-২৬৯২, চেসিস নং-MD2AAAFZZSWE13381 ইঞ্জিন নং-AAMBSE36 072, মূল্য অনুমান- ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন এবং আসামী ১। আব্দুল ওয়াহিদ (২১), পিতা-মোঃ মালু মিয়া, সাং-মির্জারগাঁও, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেটকে পুলিশ হেফাজতে গ্রহন করেন। উক্ত বিষয়ে সিএনজি গাড়ির মালিক মোঃ জয়নাল আবেদীন (৪৬), পিতা-মৃত আব্দুল মনাফ, সাং-পীরপুর (পশ্চিম বাড়ী), থানা-জালালাবাদ, জেলা-সিলেট বাদী হইয়া অভিযোগ দায়ের করলে জালালাবাদ থানার মামলা নং- ০৮, তাং-০৮/০১/২০২১খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করা হয়।

আটক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।

উল্লেখ্য যে, বর্ণিত আসামী স্থানীয় জনগণ কর্তৃক ধৃত হওয়ার সময় উত্তেজিত জনতার মারধরে শরীরের বিভিন্ন স্থানে জখম প্রাপ্ত হইলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকলে কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

বিষয়টি মোঃ নাজমুল হুদা খান, অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা, এসএমপি, সিলেট নিশ্চিত করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৯০ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930