শিরোনামঃ-

» কোর্ট পয়েন্ট-জিন্দাবাজার-চৌহাট্টা রাস্তায় রিক্সা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সিসিক মেয়র বরাবর সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ০৬. জানুয়ারি. ২০২১ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ

বুধবার (৬ জানুয়ারি) কোর্ট পয়েন্ট-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে রিক্সা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর কাছে সিলেট মহানগরের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন এবং স্মারকলিপির অনুলিপি দিয়ে সিলেট জেলা প্রশাসক, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতিকে অবহিত করা হয়।

স্মারকলিপিতে ব্যবসায়ীবৃন্দ বলেন, গত ৩ জানুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার থেকে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের নির্দেশে সিলেট মহানগরীর ব্যাণিজ্যিক কেন্দ্রস্থল কোর্ট পয়েন্ট-জিন্দাবাজার- চৌহাট্টা এলাকায় রিক্সা চলাচল নিষিদ্ধ করেন। এতে করে বিভিন্ন মার্কেট, শপিং মলে ক্রেতা-সাধারন আসতে অসুবিধা হওয়ায় সব ধরনের ব্যবসা বাণিজ্যে মারাত্মক ধস দেখা দিয়েছে।

প্রতিটি মার্কেট ক্রেতাশূণ্য অবস্থা বিরাজমান। এমনিতেই গত মার্চ’২০২০ থেকে বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারীর কারণে ব্যবসায়ীরা কঠিন সময় অতিক্রম করছেন।

এই অবস্থায় রিক্সা চলাচল বন্ধ করায় ব্যবসায়ীদের উপর ‘মরার উপর খড়ার ঘা’র অবস্থা।এই গুরুত্বপূর্ণ সড়কে রয়েছে স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, ব্যাংক, বীমা, ক্লিনিক ও সংবাদপত্রের অফিস সহ অসংখ্য প্রতিষ্ঠান। এ সকল প্রতিষ্ঠানে নগরবাসীর বাসিন্দারা প্রতিনিয়ত রিক্সাযোগে যাতায়াত করেন। সিলেট নগরীর অভিভাবক হিসেবে মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে ব্যবসায়ীদের ক্ষতি ও জনসাধারনের চলাচলের অসুবিধার কথা বিবেচনা করে পূর্বের ন্যায় রিক্সা চলাচলের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্মারকলিপি প্রদান করেন, সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম, সদস্য-সচিব কিবরিয়া হোসেন নিঝুম, অন্যান্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন. রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ হোসেন খান, ব্লু-ওয়াটার শপিং সিটি ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ আলতাফ হোসেন, মোটরসাইকেল পার্টস্ মার্চেন্ট সমিতির সাধারন সম্পাদক সাজওয়ান আহমদ, মিতালী ম্যানশন ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক শহীদুল হক, সিটি সুপার মার্কেটের সভাপতি মোঃ জয়নুল হোসেন, ব্লু-ওয়াটার শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি সাহেদ আহমদ, সিলেট প্রেস মালিক সমিতির সহ-সভাপতি গোলাম কিবরিয়া মাশুক, রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক তানভীর হোসেন রহিম, পুরাতন হকার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ কবির আহমেদ, নতুন হকার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক হাবিবুর রহমান, বৃহত্তর তালতলা ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক এনাম, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক বাবলু আহমদ, সিলেট মিলেনিয়ামের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ হারুন লোদী, ব্লু-ওয়াটার শপিং সিটি ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি জুয়েল তালুকদার ও রফু মিয়া, সিলেট সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি লিটন পাল, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সাধারন সম্পাদক রুপন খান, সাবেক কোষাধ্যক্ষ মন্তাজুল করিম খান, মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সাধারন সম্পাদক মঞ্জুর আহমদ ও রেজওয়ান আহমদ চৌধুরী, বন্দরবাজার ব্যবসায়ী সমিতির সহ-সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরহাদ চৌধুরী, সায়েম আহমদ চৌধুরী, আবু বক্কর টিটু, দেলওয়ার হোসেন খান, মারুফ হোসেন, গোলাম রসুল রিমন, নেপাল দে, নোমান আহমদ, চিরঞ্জীব পাল, সুজন আহমদ, ফরহাদ আহমদ, রাহেল আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৫ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930