শিরোনামঃ-

» সাদাপাথরে ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপন করলো স্বেচ্ছাসেবক লীগ

প্রকাশিত: ০৩. জানুয়ারি. ২০২১ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রকে আবর্জনা মুক্ত ও পরিষ্কার রাখতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দের নির্দেশে কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের অর্থায়নে ১০টি ভ্রাম্যমাণ ডাস্টবিন  স্থাপন করা হয়।

রবিবার (৩ জানুয়ারি) ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপন পূর্ববর্তি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ কমিটির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও  জেলা স্বেচ্ছাসেবকলীগের কৃষি বিষয়ক সম্পাদক ইমরান জাকির ও শ্রম  জনশক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেনের যৌথ পরিচালনায় ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন ও ভার্চুয়ালের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মূল রঞ্জন গুহ।

এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সুব্রত পুরকাস্থ, সিলেট জেলা শাখার সভাপতি আফসার আজিজ, সিনিয়র সহ সভাপতি পিযুস কান্তি দে, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিস্বাস, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রমিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক, এমদাদ রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিকাশ অধিকারী, ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য বদরুল ইসলাম, আব্দুর রকিব।

ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, অপরুপ বাংলাদেশের নয়ন বিরাম সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রকে পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব। স্থানীয়দের পাশাপাশি সাদা পাথরে আসা পর্যটকদেরও দায়িত্ব নিতে হবে।

এ সময় দেশের প্রকৃতি রক্ষায় এগিয়ে আসার জন্য সকলকে আহবান করেন। নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার জন্য সকলকে সচেতন হওয়ারও আহবান করেন তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা জুয়েল আহমদ, সোহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরিদ উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ও কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা আজিম উদ্দিন, সাংবাদিক আকবর রেদওয়ান মনা, সাংবাদিক সোহরাব হোসেন, যুবলীগ নেতা কয়েছ আহমদ উপজেলা ছাত্রলীগ নেতা আফজল হোসেন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২১৮ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930