শিরোনামঃ-

» বিশিষ্ট শিক্ষাবিদ ও ইতিহাসবিদ অধ্যাপক আতফুল হাই শিবলীর ইন্তেকাল

প্রকাশিত: ২৯. ডিসেম্বর. ২০২০ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ভগ্নিপতি জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইতিহাসবিদ অধ্যাপক ড. আতফুল হাই শিবলী মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত সোয়া ৮টায় ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অধ্যাপক আতফুল হাই শিবলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি অবসর গ্রহণ করেন ২০০৮ সালে। তিনি ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১৮ আগস্ট তিনি সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন।

মৃত্যুকালে আতফুল হাই শিবলীর বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর পৈতৃক বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ গ্রাম।

অধ্যাপক আতফুল হাই শিবলীর এক পুত্র সন্তান ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী নাজিয়া খাতুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নার্সারী স্কুল এন্ড কলেজ এবং ঢাকা উইমেন্স কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেন; বর্তমানে বেসরকারি সংস্থায় কর্মরত। তাঁর পুত্র শাকির যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বনানী জামে মসজিদে অধ্যাপক আতফুল হাই শিবলীর জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৯৩ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930