শিরোনামঃ-

» প্রতিবন্ধীদের মাঝে ‘আর্ন এন লিভ’ এর কম্পিউটার ও সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০২০ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। তাদেরকে বাদ দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।

তাই প্রতিবন্ধীদের অবহেলা না করে আমাদের সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। যারা প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য কাজ করছেন তাদেরকে স্যালুট জানাই। আমার চাই সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো সামনে নিয়ে আসতে।

তিনি বুধবার (১৮ নভেম্বর) বিকালে সিলেট নগরীর কুমারপাড়াস্থ প্লাটিনাম লাউঞ্জ রেষ্টুরেন্টে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে স্বাবলম্বী করার লক্ষে গঠিত ‘আর্ন এন লিভ’ এর আয়োজনে ও এবিএলইএর এর উদ্যোগে প্রতিবন্ধী যুবক ও অভিভাবকদরে মধ্যে কম্পিউটার ও সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

লাউঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল আহাদ চৌধুরী শামীমের সভাপতিত্বে ও মাহবুব হোসেন আজাদ জিসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট লায়ন্স ফান্ডেশনের ভাইস চেয়ারম্যান ও ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদ জাদুঘরের প্রতিষ্ঠাতা ডা.মুস্তফা শাহজামান চৌধুরী বাহার, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক সংবাদপত্র সম্পাদক পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, বিশিষ্ট ব্যবসায়ী আলী হায়দার মজনু, আর্ন এন লিভ এর সিলেট প্রতিনিধি সাবিনা ইয়াসমিন, বাহরাইন প্রবাসী শরফ উদ্দিন, মকবুল হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আছিরগঞ্জ আর্ন এন লিভের আমান উদ্দিন আমু।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, আছিরগঞ্জ আর্ন এন লিভের ওমর ফুরকানী আরিফ, সুনামগঞ্জ প্রতিনিধি আবু জাফর, জহিরুল ইসলাম, ডা. মোস্তফা শাহজাহান চৌধুরী, আমিরুল ইসলাম আতিক, আবু বকর প্রমুখ।

আলোচনা সভা শেষে সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা প্রতিবন্ধী জসিম উদ্দিনকে একটি কম্পিউটার ও গোলাপগঞ্জের চন্দরপুর গ্রামের প্রতিবন্ধী অমি বেগমকে সেলাই মেশিন প্রদান করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৫ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930