শিরোনামঃ-

» মরহুম আজিজুর রহমানের মৃত্যুতে আবুল মাল আবদুল মুহিতের শোক

প্রকাশিত: ১৯. আগস্ট. ২০২০ | বুধবার

মরহুম আজিজুর রহমান ছিলেন রাজনীতিতে একজন কলঙ্কহীন চরিত্রের ত্যাগী নেতা

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় বর্ষিয়ান নেতা আবুল মাল আবদুল মুহিত মরহুম আজিজুর রহমানকে একজন কলঙ্কহীন চরিত্রের ত্যাগী রাজনৈতিক নেতা হিসেবে উল্লেখ করে বলেন, দেশপ্রেমকে বুকে ধারন করে সারাটি জীবন মাটি ও মানুষের নেতা হিসেবে জনকল্যাণে কাজ করে গেছেন। দলের প্রয়োজনে যেমন তিনি কট্টর ও কর্মী বান্ধব নেতা ছিলেন, তেমনি বিশেষ করে মৌলভীবাজারে তাঁর এলাকায় সকল শ্রেনী পেশার মানুষের কাছে সর্বজন শ্রদ্ধার এক অভিভাবক ছিলেন। জীবনটাকে তিনি খুবই সহজ ও সরলভাবে জনকল্যাণে নিবেদন করেছেন।

তাঁর মৃত্যুতে আওয়ামীলীগ সংগঠনের একজন ত্যাগী, আদর্শিক ও দেশপ্রেমিক বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এক নেতাকে হারালো। এ শূন্যতা সহজে পুরন হবার নয়।

এ এম এ মুুহিত জাতির এ শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান এর কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবার পরিজন সহ শোকাহত সকলের প্রতি আন্তরিক সমবেদনা ও জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৫ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031