শিরোনামঃ-

» সিলেটে প্রতারণা করতে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সহকারী সার্জন আটক

প্রকাশিত: ১০. জুলাই. ২০২০ | শুক্রবার

নিজস্ব রিপোর্টারঃ

সিলেটে এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনাকারী এক চিকিৎসক ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই দুই প্রতারককে আটক করে পুলিশ।

জানা গেছে, গত কয়েকদিন ধরে নগরীর আম্বরখানা এলাকার ইলেকট্রিক সাপ্লাই রোডের ওসমান ফার্মেসী থেকে ঔষধ কিনতে আসেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মুহিবুর রহমান রুবেল।

শুক্রবার বিকালে তিনি ঐ ফার্মেসিতে এসে নিজেকে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র বড় কর্মকর্তা পরিচয় দিয়ে ফার্মেসির মালিককে বলেন, তার ফার্মেসির লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। তিন লাখ টাকা না দিলে তিনি ফার্মেসি সিলগালা করে দেবেন। কথামত শুক্রবার রাতে ঐ ফার্মেসি থেকে টাকা আনার জন্য ডা. রুবেল তার সহযোগী শাহপরাণ থানা এলাকার শাহেদ আহমদকে পাঠান।

তখন ফার্মেসির মালিক শাহেদ আহমদকে আটকে রেখে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে এবং তার দেয়া তথ্য মতে ডা. রুবেলের শিবগঞ্জ লামাপাড়াস্হ মোহিনী ১৭৫ নাম্বার বাসায় অভিযান চালায় এবং রাত সাড়ে ৩টার দিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩০ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930