শিরোনামঃ-

» আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স আইসোলেশন সেন্টারের জন্য নির্ধারিত

প্রকাশিত: ১০. জুন. ২০২০ | বুধবার

আবু তালেব মুরাদঃ

সিলেটে কোভিড-১৯ বা করোনা চিকিৎসার ১০০০ বেডের একটি করোনা আইসোলেশন স্থাপনের সিদ্ধান্তের কথা মঙ্গলবার (৯ জুন) রাতে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি’র সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে জানানো হয়।

এতে বলা হয় কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের প্রেক্ষিতে, সিলেট মহানগর সহ সিলেট বিভাগে চলমান চিকিৎসা ব্যবস্থায়, সিলেট কিডনি ফাউন্ডেশন কর্তৃক সহযোগিতায়, সিলেটের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স এ ১০০০ শয্যা, দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা এবং সিলেট শহরতলীর খাদিমপাড়ায় ৩১ শয্যাবিশিষ্ট করোনা আইসোলেশ সেন্টার কোভিড-১৯ রোগীর চিকিৎসা সেবা প্রদানের জন্য অতি শীঘ্রই প্রস্তত করা হবে।

এতে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে সিলেট কিডনি ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের ট্রেজারার জুবায়ের আহমেদ চৌধুরী জানালেন, অতি অল্প সময়ের ভিতরে তা প্রস্তুত করা সম্ভব হবে।

কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেটের দায়িত্বপ্রাপ্ত সচিব (বস্ত্র ও পাট মন্ত্রণালয়) লোকমান হোসেন মিয়া, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী সহ আরও অনেকে।

এই সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে সিলেটবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৯ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031