শিরোনামঃ-

» মে মাস যুক্তরাস্ট্রবাসীর শোকের মাস এই সপ্তাহে ১ লাখ ছাড়াবে মৃত্যু

প্রকাশিত: ১৮. মে. ২০২০ | সোমবার

নিউইয়র্ক থেকে এমদাদ চৌধুরী দীপুঃ
যুক্তরাস্ট্রে মৃত্যু বিবেচনায় যে ১০টি রাজ্য করোনা পরিস্থিতিতে আলোচিত সে সব রাজ্যে এখনো গড়ে প্রতিদিন একশো মানুষের মত্যু হচ্ছে।

অন্তত ৩০টির অধিক রাজ্যে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে বিভিন্ন সংখ্যায় এই চিবেচনায় আগামী ২৬ মে হতে পারে যুক্তরাস্ট্রবাসীর জীবনে শোকাবহ দিন।

এই সপ্তাহে ১ লাখ ছাড়াবে মৃত্যু, মে মাস পরিণত হচ্ছে যুক্তরাস্ট্রবাসীর জন্য শোকের মাসে।

যুক্তরাস্ট্রে করোনা পরিস্থিতি নাজুক হওয়ার পেছনে কে বা করার দায়ী এসব বিষয়ে এখন চলছে সরব আলোচনা।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মুখ খোলেছেন, দায়ী করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বেও সমালোচনা করেছেন তিনি।

এসবের কোন জবাব দেননি ট্রাম্প। এদিকে ট্রাম্প এর এক উপদেস্টা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা সিডিসি এই অবস্থার জন্য দায়ী করেছেন।

ডেমক্রেটরা সব সময় করোনা পরিস্থিতিমোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্পর সমালোচনা করে আসছেন।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প চীনকেসরাসরি দায়ী করছেন করোনা ছড়ানোর জন্য। যুক্তরাস্ট্রে করোনা পরিস্থিতির জন্য কে দায়ী এই প্রশ্ন এখন সবার মনে।

এখন দৈনিক মৃত্যু ১৫শ এর নীচে, শনাক্ত ১০ লাখের উপরে, বাসা-বাড়িতে চিকিৎসাধীন সহ হাসপাতালে ভর্তি, নার্সিংহোম-বয়স্ক কেন্দ্রে শনাক্ত সব রাজ্যে অপবির্তিত অবস্থা সহ সামগ্রিক বিবেচনায় বৈশ্বিক মহামারী করোনায় ২৬ মে লক্ষাধিক মানুষের প্রাণ যাওয়ার সংবাদটি শিরোনাম হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

যুক্তরাস্ট্রে গৃহবন্ধী জীবনের ৭৮টি দিবস অতিবাহিত হয়েছে। এই ৭৮দিন ধরে শনাক্ত আর মৃত্যুর খবর অব্যাহত রয়েছে এই দেশের গণমাধ্যমসহ বিশ্ব গণমাধ্যমে। একশো থেকে ১ হাজার।

এক হাজার থেকে ১০ হাজারের পর অর্ধ লক্ষ পেরিয়ে লক্ষপ্রানের মৃত্যুর ধারণা এখন বাস্তব হতে যাচ্ছে।

ওয়ার্ল্ডোমেটার বিশ্ব তথ্যবাতায়নের সূত্রমতে যুক্তরাস্ট্রে মৃত্যু সংখ্যা ৯০ হাজার ৯৭৮ জন।

১৫ লাখ ২৭ হাজার অতিক্রম করেছে শনাক্ত হওয়ার সংখ্যা। সুস্থতা ৩লাখ ৪৬ হাজারের উপরে।

২৪ ঘন্টায় মারা গেছেন ৮৬৫ জন, নতুন করে শনাক্ত প্রায় ২০ হাজার। মোট মৃত্যু এবং সুস্থতা বাদ দিলে আজো চিকিৎসাধীন অথবা পর্যবেক্ষনে রয়েছেন প্রায় ১১ লাখ আমেরিকান।

নিউইয়র্কে মোট শনাক্ত প্রায় ৩লাখ ৬০ হাজার,মৃত্যু ২৮ হাজার ৩২৫ জন। একদিনে শনাক্ত প্রায় ২হাজার আর মৃত্যু ১৯১ জন।

মৃত্যু বিবেচনায় শীর্ষ ১০টি রাজ্য হচ্ছে নিউইয়র্ক ২৮ হাজার ৩২৫ জন, নিউজার্সী ১০ হাজার ৩৬৬ জন, ম্যাসাচুসেট, ৫ হাজার ৭৯৭ জন, ইলিনইস, ৪ হাজার ১৭৭ জন, ক্যালিফোর্নিয়া, ৩ হাজার ২৮৯ জন, পেনসেলভেনিয়া, ৪ হাজার ৫০৩ জন ও মিশিগান, ৪ হাজার ৮৯১ জন, মেরিল্যান্ড ১ হাজার ৯৯২ জন, কানেকটিকা ৩ হাজার ৪০৮ জন, লুসিয়ানায় ২ হাজার ৪৯১ জন রয়েছে।

২৬ মার্চ, ২০২০ইং এর চিত্র;

নিউইয়র্কঃ আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৭শ ৩৮ জন। মৃত্যু হয়েছে ৩শ ৮৫ জনের।

নিউজার্সীঃ নিউজার্সিতে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৮শ ৭৬ জন। মৃত্যু হয়েছে ৮১ জনের।

কেলিফোর্নিয়াঃ আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯শ ১০ জন। মৃত্যু হয়েছে ৮০ জনের।

মিশিগানঃ আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮শ ৫৬ জন। মারা গেছেন ৬০ জন।

পেনসেলভেনিয়াঃ আক্রান্ত রোগীর সংখ্যা ১৬শ ৮৭ জন। মারা গেছেন ১৬ জন।

মেসাজুসেটঃ আক্রান্ত রোগী ২ হাজার ৪১৭ জন। মৃত্যু হয়েছে ২৫ জনের।

লুসিয়ানাঃ আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৩শ ৫ জন। মারা গেছেন ৮৩ জন।

ইলিনইসঃ আক্রান্ত রোগী ২ হাজার ৫শ ৩৮ জন। মারা গেছেন ২৬ জন।

কানেকটিকাঃ এই অঙ্গরাজ্যে মারা গেছেন ২১ জন, আর আক্রান্ত রোগীর সংখ্যা একহাজার ১২ জন।

মেরিল্যান্ডেঃ মেরিল্যান্ডে মারা গেছেন ৪ জন, আক্রান্ত রোগী ৪২৩ জন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৫ বার

Share Button

Callender

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031