শিরোনামঃ-

» ৮৬ লাখের টেস্ট সম্পন্ন করে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না যুক্তরাস্ট্রের করোনা পরিস্থিতি

প্রকাশিত: ০৯. মে. ২০২০ | শনিবার

নিউইয়র্ক থেকে এমদাদ চৌধুরী দীপুঃ

যুক্তরাস্ট্রে ১৩ লাখ ২২ হাজার অতিক্রম করেছে করোনায় শনাক্তর সংখ্যা। ৮৬ লাখের উপরে টেস্ট করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা পরিস্থিতি।

একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৮৮ জনের। একদিনে শনাক্ত ৩০ হাজারের উপরে। মাঝখানে ৬ দিন লকডাউনের দ্বিতীয় দফা মেয়াদ শেষ হচ্ছে।

২০টি রাজ্যে ভয়াবহ আকার স্থায়ী হয়ে আছে। এই সপ্তাহে নিউইয়র্কে এন্টি বডি টেস্ট শুরু হবে।

১৫ মে বিভিন্ন রাজ্যে লকডাউন তুলে দেয়ার অপেক্ষার মাঝে ফের বেপরোয়াভাব করোনার।

রাজ্যে রাজ্যে মৃত্যুর মিছিল চলছেই।

লকডাউন তুলে দেয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২ লাখ ছাড়িয়েছে সুস্থ হওয়ার সংখ্যা, বর্তমানে সুস্থ ২ লাখ ২৩ হাজার। ৮৬ লাখ অতিক্রম করেছে যুক্তরাস্ট্রজুড়ে কোভিড-১৯ পজিটিভ টেস্ট।

তবে থেমে নেই লাফিয়ে লাফিয়ে মৃত্যু এবং শনাক্ত হওয়ার সংখ্যা। পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে রাজ্য খোলার কথা পৃথক প্রেসব্রিফিংএ জানিয়েছেন বিভিন্ন রাজ্য গভর্নর এবং নগর মেয়রগন।

ওয়াল্ডোমেটারের তথ্যমতে যুক্তরাস্ট্রে এখন শনাক্ত ১৩ লাখ ২২ হাজারের উপরে, মৃত্যু ৭৮ হাজার ৬১৬ জন। নিউইয়র্কে শনাক্ত ৩ লাখ ৪০ হাজারের উপরে, মোট মৃত্যু এখন ২৬ হাজার ৫৮৫ জন।

যুক্তরাস্ট্রের ১৮টি রাজ্যে মৃত্যুর ব্যাপকতা হঠাৎ বৃদ্ধি পেয়েছে। বাকী অধিকাংশ রাজ্যে মৃত্যুর সংখ্যা কোথাও কম, কোথাও বেশী।

এই সংবাদটি পড়া হয়েছে ৭০৭ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930