শিরোনামঃ-

» মা-বাবার কবরের পাশেই ডা. মঈনের দাফন সম্পন্ন

প্রকাশিত: ১৫. এপ্রিল. ২০২০ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে মৃত সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীনকে বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টায় নিজ বাড়ির পাশে পারিবারিক গোরস্তানে তাঁর বাবা ও মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।

ডাক্তার মঈন উদ্দীনের চাচাতো ভাই পোস্ট মাস্টার ইসরাইল মিয়া জানাজা পড়িয়েছেন। জানাজায় অংশ নেন ছাতকের সার্কেলের এএসপি বিল্লাল হোসেন, ওসি মোস্তফা কামাল সহ ৫ জন।

এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা ভূমি কর্মকর্তা তাপস শীল।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, অনেক মানুষের ইচ্ছে ছিলো জানাজায় অংশ নেওয়ার। কিন্তু মরণব্যাধী করোনা সংক্রমণের আতঙ্কে তাঁদেরকে সুযোগ দেওয়া হয়নি। মরদেহ ঢাকা থেকে নিয়ে আসার পরপরই জানাজা পড়ে দ্রুত কবরস্থ করা হয়।

ছাতক থানার ওসি মোস্তফা কামাল বলেন, প্রশাসনের তত্ত্বাবধানে মুসলিম ধর্মীয় রীতি মেনে জানাজা সম্পন্ন হয়েছে।
নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে বাবা ও মায়ের কবরের পাশে শায়িত করা হয়েছে ডা. মঈন উদ্দীনকে।

উল্লেখ্য, সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন আজ বুধবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

গত ৫ এপ্রিল তার শরীরে করোনা রোগ ধরা পড়ে।

পরে চিকিৎকদের পরামর্শমতে তিনি বাসায় কোয়ারেন্টিন অবস্থায় চিকিৎসা নিতে থাকেন। তাঁর শরীরিক অবস্থার উন্নতি না হলে ৭ এপ্রিল তিনি নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন।

পরে পারিবারিক সিদ্ধান্তক্রমে ৮ এপ্রিল সেখান থেকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে তাঁকে স্হানান্তরিত করা হয়।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয় তাঁকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে ৪টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯১ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930