শিরোনামঃ-

» প্রতিবন্ধীদের মাসিক ভাতা বৃদ্ধি ও সর্বক্ষেত্রে অধিকার নিশ্চিত করাই আমাদের দাবী : তাহের

প্রকাশিত: ১৩. জানুয়ারি. ২০২০ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ২টায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে (হক মঞ্জিল, শাপলা-১০, উত্তর জল­ারপার, ০২ নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট) প্রতিবন্ধীদের অধিকার সুনিশ্চিতের লক্ষ্যে দাবী উপস্থাপনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রতিবন্ধীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বক্ষেত্রে বিশেষতঃ মাসিক ভাতা বৃদ্ধি, চিকিৎসা ক্ষেত্রে সরকারী হাসপাতালগুলোতে প্রতিবন্ধীদের জন্য আলাদা কাউন্টার ও চিকিৎসার ব্যবস্থা করা, বেসরকারী হাসপাতালগুলোতেও প্রতিবন্ধীদের জন্য নুন্যতম স্বল্প খরচে চিকিৎসার ব্যবস্থা করা, ডায়াগনষ্টিক সেন্টারগুলোতে প্রতিবন্ধীদের জন্য বিশেষ ছাড়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা, তথাপি শিক্ষা ও চিকিৎসা সহ মৌলিক সার্বিক অধিকার বাস্তবায়নে প্রতিবন্ধীদের প্রতি সরকার-বেসরকারী ও সাধারণ মানুষের সদয় ব্যবহার করার দাবী বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভায় ব্যাপক আলোচনা করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত প্রতিবন্ধীরা কোনভাবেই ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিক নির্বাহের প্রতি আগ্রহ প্রকাশ করেননি। তারা চান, সমাজের সাধারণ মানুষের মতো কর্ম করে জীবিকা নির্বাহ করতে। এতে পুলিশ প্রশাসন সহ সরকারের সর্বমহলের প্রতি সহযোগীতার হাত প্রসারিত করার জন্য মতবিনিময় সভা থেকে উদ্বার্ত্ত আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় প্রতিবন্ধীদের মাসিক ভাতা বৃদ্ধি ও সর্বক্ষেত্রে প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করার দাবী আদায় না হওয়া পর্যন্ত সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা প্রতিবন্ধীদের সাথে রাজপথে থাকার অঙ্গিকার ব্যক্ত করে।

জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, দক্ষ, কর্মমূখী, গতিশীল যুব সমাজের স্বপ্নদ্রষ্টা ও ব্যতিক্রমধর্মী কর্মসূচীর উদ্ভাবক সিলেট বিভাগের সামাজিক যুব কার্যক্রমের কর্ণধার সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা কমিটির সাংগঠনিক সচিব এবং জাতীয় যুব দিবস ২০১৯ এ বিভাগীয় সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত সৈয়দ রাসেলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- যুক্তরাজ্য প্রবাসী যুবনেতা ওয়াহিদ খান ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রমজান আহমদ সাকিল।

প্রতিবন্ধীদের মধ্য থেকে বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন- মো. বাদশা মিয়া, গণি মিয়া, মো. মানিক মিয়া, মো. ইব্রাহীম খলিল উল­াহ, মো. লিলু মিয়া, মো. মিজানুর রহমান, সামীম আহমদ, মো. আক্কাস আলী, মো. মাইন উদ্দিন, মো. দুলাল মিয়া, মো. সিদ্দিকুর রহমান, আলী আজগর, ওহিদ আহমদ লাভলু, মো. বাবুল মিয়া, নুর মিয়া, মো. শাহ আলম, হোসেন মিয়া চৌধুরী, মো. ওবায়দুল হক, রেজান আলী, জাহিনুর, সাকিল আহমদ, মো. সামসু উদ্দিন, মো. আবু তাহের, ছালে আহমদ, লিটন মিয়া, মো. আল আমিন, জোলহাস মিয়া।

এসময় উপস্থিত ছিলেন- সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সাজু।

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031