শিরোনামঃ-

» নাট্যমঞ্চ’র গৌরবের ত্রিশ বছরে যাত্রা অনুষ্ঠান আজ (শনিবার) শহিদ মিনারে

প্রকাশিত: ০৭. ডিসেম্বর. ২০১৯ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেটের প্রতিশ্রুতিশীল নাট্য সংগঠন, “অপসংস্কৃতি নয়, চাই জাতীয় সংস্কৃতির বিকাশ” এই স্লোগানে ১৯৯০ সালের ৭ ডিসেম্বর স্বৈরাচার পতনের পরপরই যাত্রা শুরু করেছিল নাট্যমঞ্চ সিলেট। টকবগে কয়জন নাট্যপ্রাণ তরুণের সমন্বয়ে নাট্যমঞ্চ সিলেটের অভিযাত্রা আজ শনিবার (৭ ডিসেম্বর) ত্রিশ বছরে পদার্পন করছে।

সিলেটে একাধিক জাতীয় নাট্যোৎসব, জাতীয় পথনাট্যোৎসব, প্রথম জাতীয় লোকনাট্যোৎসব সহ ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজনে নাট্যমঞ্চ সিলেট গৌরবের ২৯টি বছর অতিক্রম করেছে। মঞ্চ ও পথ নাটকের পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যেকোন সংগ্রামে নাট্যমঞ্চ অগ্রভাগে থেকেছে।

আজ শনিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গৌরবের ত্রিশ বছরে যাত্রা উপলক্ষ্যে আবৃত্তি, নৃত্য, সঙ্গীত ও পথনাটকের মধ্য দিয়ে উদযাপিত হবে নাট্যমঞ্চ সিলেটের ত্রিশ বছরে যাত্রা অনুষ্ঠান।

নাট্যমঞ্চ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার এক বিবৃতিতে সিলেটের নাট্যপ্রাণ সকল দর্শক ও শোভানুধ্যায়ীদের সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের অনুষ্ঠানমালায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৪ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930