শিরোনামঃ-

» মাসব্যাপী বাল্যবিবাহ সচেতনতা ক্যাম্পেইনের ৫ম দিন

প্রকাশিত: ২৪. অক্টোবর. ২০১৯ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শাহপরান থানা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে মাসব্যাপী বাল্যবিবাহ সচেতনতা ক্যাম্পেইন পঞ্চমতম দিনের অনুষ্ঠান বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় সিলেট সদর উপজেলা ৫নং টুলটিকর ইউনিয়নে ৮নং ওয়ার্ডে জোনাকি আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়।

এতে আলোচনা রাখেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শাহপরান থানা শাখার সভাপতি ও ক্যাম্পেইনের সমন্বয়ক সৈয়দ আকরাম আল সাহান।

প্রধান আলোচক ও দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারী মকসুদ হোসেন, মানবাধিকার কর্মী মোহাম্মদ আজিজুর রহমান ও সেলিম উদ্দিন।

বক্তারা বলেন- বাল্যবিবাহ একটি মারাত্মক সমস্যা। বাল্যবিবাহের প্রধান কুফলঃ নারী শিক্ষার অগ্রগতি ব্যাহত হওয়া ছাড়াও বাল্যবিবাহের কারণে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পায়।

এছাড়া এতে গর্ভপাতের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। বাল্যবিবাহর ফলে বিবাহ বিচ্ছেদের আশংকা তৈরি হওয়া ছাড়াও নানা ধরনের পারিবারিক অশান্তি দেখা দেয়। তাই বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত।

আরো উপস্থিত ছিলেন- সখিনা বেগম, আয়শা বেগম, জাফর আলী ভুইঁয়া, চাঁন বানু, ইয়াসমিন বেগম ও ঝুমা বেগম প্রমুখ। এছাড়াও এলাকার মহিলা-পুরুষ, কিশোর-কিশোরীরাও অংশগ্রহন করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৯২৫ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031