শিরোনামঃ-

» সম্মিলিত নাট্য পরিষদের প্রথম আবাসিক নাট্য কর্মশালা সম্পন্ন

প্রকাশিত: ০৯. সেপ্টেম্বর. ২০১৯ | সোমবার

সমাজ পরিবর্তনে নাট্যান্দোলন অগ্রণী ভূমিকা পালন করে : বিধায়ক রায় চৌধুরী

স্টাফ রিপোর্টারঃ

সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের প্রথম আবাসিক নাট্য কর্মশালা ৮ সেপ্টেম্বর রবিবার (৮ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে। নগরীর শারদাহল সম্মিলিত নাট্য পরিষদের মহড়াকক্ষে বিকেল ৫টায় ৩দিন ব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।

নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় নাট্য কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্মশালার মুখ্য প্রশিক্ষক ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী নাট্য চর্চা কেন্দ্রের পরিচালক, বিশিষ্ট নাট্য নির্দেশক কীশোর সেনগুপ্ত, নাট্য পরিষদের পরিচালক চম্পক সরকার, প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন উত্তরা সেন পম্পা। এ সময় উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক অচিন্ত কুমার দে, নির্বাহী সদস্য দিবাকর সরকার শেখর, ফারজানা সুমী।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নাট্যান্দোলনের মধ্য দিয়ে সমাজের বিভিন্ন অবক্ষয়ের কথা খুব সহজেই সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব। নাটক সব সময় গণমানুষের কথা বলে। তৃণমূল পর্যায়ে সুস্থ সুন্দর সমাজ গঠনে নাট্যকর্মীরা তাদের পরিবেশনার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, একজন দক্ষ অভিনেতা-নির্দেশক সৃষ্টিতে কর্মশালার বিকল্প নেই। তিনি নাট্য পরিষদের আবাসিক কর্মশালার প্রশংসা করে বলেন, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে সিলেটের নাট্যচর্চায় নাট্য পরিষদ অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।

কর্মশালা ৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে খাদিমনগর এফআইভিডিবি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়। কর্মশালায় অংশ নেন সম্মিলিত নাট্য পরিষদের অন্তর্ভূক্ত দলসমূহের ২৮ জন প্রশিক্ষণার্থী। সমাপনী অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী প্রশিক্ষণার্থী নাট্যকর্মীদের হাতে সনদপত্র তুলে দেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯৪ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930