শিরোনামঃ-

» শোক দিবস উপলক্ষ্যে শাবি’তে দিনব্যাপী কর্মসূচী পালিত

প্রকাশিত: ২২. আগস্ট. ২০১৯ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে বৃহস্পতিবার (২২ আগষ্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল শোক র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রার্থণা।

সকাল ১০টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে ক্যাম্পাসে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রশাসন ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবন এ- এর সামনে এসে শেষ হয়।

সকাল সাড়ে ১০টায় মিনি অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ ৭৫ সালের ১৫ আগস্টে নিহত সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন- বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে আমাদেরকে সোনার মানুষ গড়তে হবে। এজন্য আমাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস পরীক্ষা সময় মতো নেয়ার চেষ্টা করতে হবে যাতে শিক্ষার্থীদের কোন ক্ষতি না হয়।বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত করতে প্রশাসন বদ্ধপরিকর।

অতি দ্রুত মাদকসেবীদের চিহ্নিত করা হবে এবং নতুন ছাত্রদের ডোপ টেস্টের মাধ্যমে ভর্তি নিশ্চিত করা হবে। তিনি বলেন, আমরা মুখে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলি। কিন্তু বাস্তবে নিজেদের মধ্যে হানাহানি করি। এসব করলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে না।

ভাইস চ্যান্সেলর বলেন, দেশ এখন অনেক এগিয়ে গেছে। আমরা প্রায় সবক্ষেত্রেই পাকিস্তান থেকে এগিয়ে আছি। এটা সম্ভব হচ্ছে কেবলমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের কারনে। আমাদের কর্তব্য হবে নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পালন করে দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে।

তিনি আরো বলেন ১৫ আগষ্টের মতো ২১ আগষ্টও জাতির জন্য কলংকজনক। অবিলম্বে এই হামলার বিচার করতে হবে।

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সামাজিক বিজ্ঞান অনুষদের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মো. জহির বিন আলম, প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম, ডিন প্রফেসর ড. মো. ফয়সল আহমেদ, ডিন প্রফেসর প্রফেসর ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, প্রফেসর ড. মো. কবির হোসেন, প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, প্রক্টর প্রফেসর জহির উদ্দিন আহমদ, বঙ্গবন্ধু গবেষণা সেলের পরিচালক প্রফেসর ড. এস এম হাসান জাকিরুল ইসলাম, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মুর্শেদ আহমেদ, সহায়ক সমিতির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, কর্মচারী ইউনিয়নের সভাপতি সাদেক আহমেদ, শাবিপ্রবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমীন ও সাধারণ সম্পাদক ইমরান খান প্রমুখ।

মিনি অডিটরিয়ামে আলোচনা সভা সঞ্চালনা করেন- রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৭ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930