শিরোনামঃ-

» বন্যাদুর্গত মানুষের মাঝে সিলেট ইয়াং স্টারের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০১৯ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট ইয়াং স্টার ইউ এস এ শাখার প্রধান উপদেষ্টা সৈয়দ মনজুর আলী জিয়া বলেন- দেশের অসহায় মানুষের কল্যাণে প্রবাসীরা কাজ করে যাচ্ছেন। প্রবাসে থেকেও তারা নানাভাবে দেশের মানুষের পাশে দাঁড়ান।

প্রবাসীরা দেশের অর্থনৈতিক চালিকা শক্তি। তারা উপার্জিত কষ্টের টাকা দিয়ে সুবিধাবঞ্চিতদের প্রতি সাহায্যের হাত বাড়ান। সিলেট ইয়াং স্টার বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রীর যে উদ্যোগ গ্রহণ করেছে তা নিশ্চয় প্রশংসার দাবি রাখে। আগামীতেও সিলেট ইয়াং স্টার অসহায়-বঞ্চিতদের সহযোগিতার ধারা অব্যাহত রাখবে।

তিনি শনিবার (৩ জুলাই) সিলেট ইয়াং স্টারের উদ্যোগে ও তাঁর নিজস্ব অর্থায়নে সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জইনকারকান্দি গ্রামে বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো- লবন, চিনি, ডাল, তেল, ময়দা, নারকেল, গরম মসলা, লাচ্চি, পিয়াজ, রসুন, আলু, আদা, কিছমিছ ইত্যাদি।

সিলেট ইয়াং স্টারের উপদেষ্টা আকবর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজলু মিয়া এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম লোকমানের যৌথ পরিচালনায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউ এস এ ইয়াং স্টারের প্রধান উপদেষ্টা সৈয়দ মনজুর আলী জিয়া।

বক্তব্য রাখেন- সিলেট ইয়াং স্টারের শুভাকাঙ্খী ফাহমিদা সুলতানা, উপদেষ্টা কণ্ঠশিল্পী সৌরভ সুহেল, হাটখোলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য আলেয়া বেগম, সিলেট ইয়াং স্টারের সাবেক সহ সভাপতি জুনেদ আহমদ, সহসভাপতি মিজানুল হক, কোষাধ্যক্ষ আবুল বাশার, তথ্য ও গবেষণা সম্পাদক লায়েক আহমদ, দপ্তর সম্পাদক এন.আই ইসলাম মাহির, প্রচার সম্পাদক মামুন চৌধুরী, সদস্য জুনেদ আহমদ, আব্দুল কাদের, নজরুল ইসলাম, নাজমুল ইসলাম আখল, মনির ইসলাম প্রমুখ।

বিতরণী অনুষ্ঠানে ১৫০ জন বন্যার্তদের ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৯৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031