শিরোনামঃ-

» কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের সাতবাক ইউনিয়ন শাখা গঠন

প্রকাশিত: ৩০. জুলাই. ২০১৯ | মঙ্গলবার

কানাইঘাট প্রতিনিধিঃ

সোমবার (২৯ জুলাই) বিকালে কানাইঘাট উপজেলার সাতবাক ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের সাতবাক ইউনিয়ন শাখা গঠিত হয়েছে। কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি শাবিপ্রবি শিক্ষার্থী আসিফ আযহারের উপস্থিতিতে এ শাখা কমিটি গঠন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের পৌর শাখার সভাপতি মনির আহমদ এবং সাধারণ সম্পাদক এম. আফতাব উদ্দিন।

সভায় বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থী আলমাছ উদ্দিনকে সভাপতি করে ও কানাইঘাট সরকারি কলেজের শিক্ষার্থী ফয়সল আহমদ ইমরান সাধারণ সম্পাদক করে ৪৩ সদস্যবিশিষ্ট শাখা কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- সহ-সভাপতি মিনহাজ উদ্দিন সাজু (কানাইঘাট সরকারি কলেজ), এম এইচ মিসবাহ (মদন মোহন কলেজ), রেজওয়ান আহমদ (শাবিপ্রবি), তাওহীদুল ইসলাম রাজন (শাবিপ্রবি), খালেদ মাহমুদ (এম সি কলেজ), মামুন রশীদ (কানাইঘাট সরকারি কলেজ) ও মারওয়ানুর রশীদ সাফি (নর্থ ইস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ); যুগ্ন-সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন (কানাইঘাট সরকারি কলেজ), এবিএম নজরুল ইসাম চৌধুরী (সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট), নাসির হোসেন (কানাইঘাট সরকারি কলেজ) ও  দেলওয়ার হোসেন সুমন (কানাইঘাট সরকারি কলেজ); সহ-সাধারণ সম্পাদক:সালিম আহমদ (কানাইঘাট সরকারি কলেজ),  আব্দুল বাতিন শহিদ (সিলেট সরকারি কলেজ), জাহাঙ্গীর আলম মকসুদ (কানাইঘাট সরকারি কলেজ), রাসেল আহমদ (শাহবাগ স্কুল এন্ড কলেজ), শামস উদ্দিন (মদন মোহন কলেজ) ও  আল আমিন (সিলেট কমার্স কলেজ); সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম চৌধুরী (কানাইঘাট সরকারি কলেজ) ও জাহেদ আহমদ বাপ্পী (কানাইঘাট সরকারি কলেজ); র্অথ সম্পাদক মাহফুজ আহমদ (কানাইঘাট সরকারি কলেজ); প্রচার সম্পাদক সাব্বির আহমদ (কানাইঘাট সরকারি কলেজ); দপ্তর সম্পাদক আবুল বাশার রাজু (কানাইঘাট সরকারি কলেজ); স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক ইমরান হোসেন (কানাইঘাট সরকারি কলেজ); সমাজসেবা সম্পাদক আব্দুর রাজ্জাক (কানাইঘাট সরকারি কলেজ); কার্যকরী সদস্য: আসিফ আযহার (শাবিপ্রবি), আহসান হাবিব রাসেল (মালিক-নাহার মেমোরিয়াল একাডেমি), রাহিন আহমদ ইমন (কানাইঘাট সরকারি কলেজ), ইমরান হোসেন সেবুল (কানাইঘাট সরকারি কলেজ), রাজু আহমদ (কানাইঘাট সরকারি কলেজ), কিবরিয়া আহমদ (চরিপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজ), রুমান আহমদ(চরিপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজ), ইসমাইল আলী (চরিপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজ), তাহমিদুল হাসান (চরিপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজ), আশরাফুল আলম তানভীর (চরিপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজ), আফজল হোসেন (জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়), কয়েস আহমদ মুন্না (জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়),জাহিদ হাসান নাবিল (জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়), নুরুজ্জামান (জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়), মাহফুজ আহমদ (জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়), জুনায়েদ আল হাসান (জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়) ও মাহফুজ হোসেন।

কমিটি গঠন শেষে শিক্ষা-দীক্ষা ও উন্নয়নে পিছিয়ে পড়া কানাইঘাট উপজেলাকে আলোকিত করে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নানা পরিকল্পনা ও মতামত তোলে ধরে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৫ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031