শিরোনামঃ-

» দৈনিকসিলেট ডটকম’র লগো উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২৭. জুলাই. ২০১৯ | শনিবার

নিজস্ব রিপোর্টারঃ

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ডিজিটাল বাংলাদেশে অনলাইন গণমাধ্যম পাঠক প্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। মানুষ সংবাদ জানতে সবার আগে অনলাইনের দ্বারস্থ হয়। জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিকসিলেট ডটকম আমি দিনে কয়েকবার পড়ি। পোর্টালটি দ্রুত আপডেট হয় এবং শহর-বন্দর গ্রাম-গঞ্জের সকল নিউজ পাওয়া যায়।

শনিবার (২৭ জুলাই) বিকাল সাড়ে ৫টায় জেলাপ্রশাসকের মিলনায়তনে দৈনিকসিলেট ডটকম’র নতুন সংস্করণের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দৈনিকসিলেট ডটকম’র গেটআপ খুবই চমৎকার। আমি আশা করি এটি দিন দিন আরো পাঠক প্রিয়তা পাবে।

দৈনিকসিলেট ডটকম’র সম্পাদক মুহিত চৌধুরীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক, প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, বিভাগীয় কমিশনার মো: মোস্তাফিজুর রহমান পিপিএ, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ কমিশনার মো: গোলাম কিবরিয়া, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, বিসিসি’র নির্বাহী পরিচালক পার্থ প্রতীম দেব, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার পরিতোষ ঘোষ, অতিঃ পুলিশ সুপার (উত্তর) মাহবুবুর রহমান।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকাস্থ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সিল টিভির প্রধান সম্পাদক আল-আজাদ, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হান্নান, সিলেট বিভাগীয় ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল বাতেন ফয়সল।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গোলজার আহমদ হেলাল, মকসুদ আহমদ মকসুদ, আব্দুল মুহিত দিদার, আফরোজ খান, ফরহানা বেগম হেনা, মোঃ কামাল আহমদ কামরুল আলম, মাজহারুল ইসলাম সাদি, শহিদুর রহমান জুয়েল, এম রহমান ফারুক, এম এ ওয়াহিদ চৌধুরী, শ্রী আশীষ দে প্রমূখ।

সহযোগি অনলাইন নিউজ পোর্টাল নিউজমিরর২৪ডটকম’র স্টাফ রির্পোটার রায়হান চৌধুরী এবং আব্দুর রহমান, গ্রাফিক্স ডিজাইনার তানজিম মাহমুদ চৌধুরী।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিসি’র রিজোনাল ডাইরেক্টটর মধু সুধন চন্দ্র।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৪ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031