শিরোনামঃ-

» নর্থইস্ট বালাগঞ্জ কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ২৪. জুলাই. ২০১৯ | বুধবার

বালাগঞ্জ প্রতিনিধি মো. মোমিন মিয়াঃ
নর্থইস্ট বালাগঞ্জ কলেজের অধ্যক্ষ মোস্তফা মিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বিগত ২বছর ধরে কলেজ নির্বাহী কমিটির সভাপতি না থাকায় অধ্যক্ষ নীতিমালা লঙ্গন করে তার পছন্দের লোকজনকে দিয়ে কমিটি গঠনে বোর্ডে লিখিত প্রস্তাব পাঠান। ফলে কলেজের স্বীকৃত কমিটি পেতে বিলম্ব হচ্ছে। এসব অনিয়মের প্রতিবাদ করায় কলেজের প্রতিষ্টাতা আব্দুল মতিনের বিরুদ্ধে অধ্যক্ষ মোস্তফা মিয়া গত বছরের ৭জুলাই সিলেট কোতোয়ালী থানায় মামলা দায়ের করলে তদন্তে এই মামলার অভিযোগ প্রমাণিত হয়নি। কলেজের প্রতিষ্টাতা আব্দুল মতিনের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা শিক্ষা কর্মকর্তা গোলজার আহমদ বিষয়টি তদন্ত করে গত বছরের ১ জানুয়ারী কলেজ কতৃপক্ষের নিকট একটি প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে অধ্যক্ষের অনিয়মের বিষয়টি ওঠে আসে।

অধ্যক্ষ মোস্তফা মিয়া ১৩ জুন থেকে কলেজে অনুপস্থিত থাকার পরও কলেজের প্যাড, সিল, রশিদ ব্যবহার করে যাচ্ছেন বলে কলেজ কতৃপক্ষ অভিযোগ করেছেন। এদিকে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বুধবার (২৪ জুলাই) কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বালাগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা আব্দুল মতিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, অধ্যক্ষ মোস্তফা মিয়া কলেজের ১ লক্ষ ৮৫ হাজার ৩শত ৭১টাকার কোন হিসাব দিতে পারেননি।

এ বিষয়ে গত ১৬মে ৫সদস্য বিশিষ্ট গঠিত নিরীক্ষা কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- অধ্যক্ষ এই টাকা ব্যয়ের বিষয়ে সঠিক কোনো তথ্য প্রমাণ দিতে পারেননি।

এছাড়া কানাডিয়ান বৃত্তির চেক, বোর্ডের চেক, প্রবাসী এডুকেশন ট্রাস্টের বৃত্তি, সরকারের উপ বৃত্তির চেক বইয়ের সাথে আর্থিক হিসাবের গড়মিল পাওয়া যায়। গত ১৩ জুন কলেজ কমিটির সভায় শিক্ষক-কর্মচারী নিয়োগ, কমিটি গঠন, অন্যান্য উন্নয়ন কাজ ও আর্থিক হিসাবের বিষয়ে অধ্যক্ষকে সঠিক তথ্য উপস্থাপন করতে বলা হয়। কিন্তু তিনি তথ্য উপস্থাপনে অপরাগতা দেখিয়ে মৌখিকভাবে অব্যাহতি চান।

কলেজ কমিটি অধ্যক্ষের অনিয়ম, দুর্র্নীতি ও অর্থ আত্মসাতের বিষয়ে অবগত হয়ে অধ্যক্ষকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিলে তিনি উত্তেজিত হয়ে ছুটির আবেদনপত্র রেখে চলে যান।

গত ১৮ জুলাই কলেজ কমিটির এক সভায় অধ্যক্ষের অসদাচারণের কারণে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়।

সাংবাদিক সম্মেলনে কলেজের শিক্ষার মান ও সুষ্ঠ পরিবেশ বজায় রাখার স্বার্থে অধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন কলেজ কর্তৃপক্ষ।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন- কলেজ পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন নুরু, প্রতিষ্টাতা সদস্য আব্দুল কাদির, শিক্ষানুরাগী মুজিবুর রহমান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম, প্রভাষক রমা সিনহা ও বিল্পব দেবনাথ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৮ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930