দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ভিজিএফ এর চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকাল থেকে দিনভর উপজেলার বন্যা কবলিত সুরমা ইউনিয়নের শরিফপুর, দোয়ারাবাজার সদর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর, পূর্ব মাছিমপুর, মংলারগাঁও, মুরাদপুুর, মাজেরগাঁও, রায়নগর, বাগরা, সুন্দরপই, বড়বন্দ, গুচ্ছগ্রাম, কান্দি নইনগাঁও, তেগাঙ্গা গ্রামে বন্যা কবলিত হতদরিদ্র পরিবারের মাঝে নৌকাযোগে বন্যার্তদের মাঝে শুকনো খাবার চিড়া, চিনি, ডাল, নোডলস, লবন, সয়াবিন তৈল, চাউল, পানি বিশুুুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, প্রয়োজনীয় ঔষধ, পানি, খাবার মগ, জগ, বদনা, কলস, সেন্ডেল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুুর রহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানাসহ প্রশাসনের কর্মকর্তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, ইউপি সদস্য গেদু মিয়া, তাজির উদ্দিন, এরশাদুর রহমান, উপ সহকারী প্রকৌশলী রাজু চন্দ্র পাল, স্বাস্থ্য পরিদর্শক মো. রেজাউল কবির, উপজেলা নির্বাহী অফিস কার্যালয় নাজির মো. আব্দুস শহিদ, উপজেলা পরিষদের সহকারী (গোপনীয়) মো. সফিকুল ইসলাম, সিলেট ভয়েস প্রতিনিধি মো. আশিক মিয়া, দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি হারুন-অর-রশিদ, উপজেলা ছাত্রলীগের সদস্য রুহুল ফেরদৌস পুলক, ফজলূর রহমান, ফরিদ মিয়া, পাবেল আহমদ, সাগর দাস প্রমুখ।