শিরোনামঃ-

» সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সাথে করিমগঞ্জ ডিস্টিক্ট এক্সপোর্টার্স এন্ড ইম্পোর্টাস এসোসিয়েশনের মতবিনময়

প্রকাশিত: ১০. জুলাই. ২০১৯ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দের সাথে করিমগঞ্জ ডিস্টিক্ট এক্সপোর্টারস্্ এন্ড ইম্পোর্টাস এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনময় সভা বুধবার (১০ জুলাই) নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন- ভারতের কয়লা রপ্তানীতে পরিবেশবাদী সংগঠন এনজিটির মামলার প্রেক্ষিতে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসন হওয়ায় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। কয়লা আমদানী চালু হলে উভয়দেশে যাহাতে ব্যবসা বান্ধব পরিবেশ বজায় থাকে এ ব্যাপারে উভয় দেশের আমদানীকারক ও রপ্তানীকারক নেতৃবৃন্দকে সচেষ্ট হতে হবে।

সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি চন্দন সাহা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আতিক হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন- করিমগঞ্জ ডিস্ট্রিক্ট এক্সপোটার এন্ড ইম্পোর্টার্স এসোসিয়েশনের সভাপতি শ্রী অমরেশ রায়, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি শ্রী দুলাল ভট্টাচার্য্য, কার্যকরী সদস্য আব্দুল জব্বার, সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সাবেক সভাপতি হাজী দিলওয়ার হোসেন, মো. এমদাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাজী কলন্দর আলী, ফটিক চন্দ্র সাহা। গ্রুপের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, আন্তর্জাতিক সম্পাদক পাপলু দাস, প্রচার সম্পাদক কবির আহমদ, কার্যকরী সদস্য ফয়েজ আহমদ, সোহেল আহমদ, গ্রুপের সাবেক সহ-সাধারণ সম্পাদক পিন্টু চক্রবর্ত্তী, মো. নাছির আহমদ, মনির আহমদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৮ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930