» সিলেটে ‘সুতা’ দিয়ে বাঁধা রেলপথের লাইন!

প্রকাশিত: ২৬. জুন. ২০১৯ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার কুলাউড়ার বরমচালের রেল দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। তবুও টনক নড়েনি রেল কর্তৃপক্ষের। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় স্লিপারের নাট বেঁধে রাখা হয়েছে সুতা দিয়ে। নড়বড়ে আছে অনেক স্থান।

সাংবাদিকদের পেয়েই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্থানীয় কয়েজকন। সাংবাদিকদের নিয়ে স্টেশন এলাকায় ট্রেন লাইনে সংযোগস্থল দেখান। দু’টি রেলের সংযোগস্থলে স্লিপারের সঙ্গে ৮টি ক্লিপ থাকার কথা থাকলেও কোথাও একটি আবার কোনো কোন সংযোগস্থলে ক্লিপ নেই।

তাছাড়া রেলের সঙ্গে স্লিপারের ক্লিপ নেই। রেলের স্লিপারের মধ্যে পাথর নেই। ঘাসে আচ্ছাদিত পাথর। লাইনের এই অবস্থায় দুর্ঘটনা হবে নাতো কী হবে? এমন প্রশ্ন স্থানীয়দের।

স্থানীয় মাসুক মিয়া, জাকারিয়া আলম, সুলতান আহমদ চৌধুরী, সিপন আহমদ জানান, স্টেশনে ৩টি লাইন রয়েছে। ৩ নম্বর লাইনটি বন্ধ। দুর্ঘটনার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ১ নম্বর লাইন। শুধুমাত্র ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।

এমতাবস্থায় বরমচাল স্টেশনে কোন ট্রেন ক্রসিং করা মোটেও সম্ভব নয়। ফলে এই ট্রেনলাইনে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

এদিকে বরমচাল স্টেশন মাস্টার সফিকুল ইসলাম জানান- দুর্ঘটনাকবলিত উপবন ট্রেনটিকে ২ নম্বর লাইনেই লাইন ক্লিয়ারেন্স দেয়া ছিল। কম্পিউটারেও কোন সমস্যা উল্লেখ করে নির্দেশনা দেয়া ছিল না।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৪৬ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930