শিরোনামঃ-

» খাদিমপাড়াবাসীর মানববন্ধন ও সমাবেশ

প্রকাশিত: ২১. মে. ২০১৯ | মঙ্গলবার

শাহপরান থানার ওসি আক্তারের অপসারন দাবিতে আলটিমেটাম

স্টাফ রিপোর্টারঃ সিলেটের শাহপরান থানার আলোচিত ওসি আক্তার হোসেনের প্রত্যাহার দাবিতে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছে খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এলাকাবাসী।

সোমবার (২০ মে) শাহপরান গেইটে রাস্তা অবরোধ শেষ সমাবেশে এ আলটিমেটাম দেওয়া হয়।

এ সময় বক্তারা বলেন- ওসি আক্তার হোসেন অর্থের লোভে শাহপরান থানায় একের পর এক বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে শাহপরান থানায় মিথ্যা দিয়ে নাগরিকদের হয়রানী করছে। এতে করে গোটা শাহপরান এলাকায় অস্থিরতা বিরাজ করছে। এবার ওসি আক্তারের রোষানলে পড়ে এবার হাজতবাস করছেন খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজমল আলী নেপুর।

বিরোধপূর্ণ একটি ঘটনায় থানায় মামলা দায়ের করতে গেলে তাকে বসিয়ে রেখে গভীর রাতে মামলা দায়ের করে ওই মামলায় আসামি করা হয়েছে। আর ঘটনায় ক্ষোভ বিরাজ করছে খাদিমপাড়া এলাকায়।

সড়ক অবরোধ শেষে সমাবেশে এলাকার লোকজন দাবি করেন- খাদিমপাড়া ইউনিয়নের সালিশ ব্যক্তিত্ব আজমল আলী নেপুর মিয়া।

সম্প্রতি সময়ে নেপুরের ভাতিজির পক্ষ নিয়ে ওসি আক্তার হোসেন মামলা দায়ের তাকে কারান্তরীণ করেছেন। তারা বলেন- পুরো ঘটনাটি ওসি আক্তারের সাজানো নাটক। সে দীর্ঘ দিন ধরে ওই এলাকায় বসবাস করার কারনে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানী করছে। ঘোষিত সময়ের মধ্যে ওসি আক্তারকে অপসারন করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হবে বলে জানান তারা।

খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আজিজ রাজার সভাপতিত্বে ও সহ-সাধারন সম্পাদক মঞ্জুর আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম বিলাল, সিলে সদর উপজলো সহ সভাপতি মোর্শেদ চৌধুরী মাসুম, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সিলেট জেলা ওয়ার্কাস পাটির সভাপতি আবুল হোসেন, সিলেট মহানগর যুবলীগের সদস্য সাইফুর রহমান খোকন, সিলেট জেলা ওয়ার্কাস পাটির সভাপতি আবুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজ উদ্দিন, সহ-সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গনি মিয়া, সাধারন সম্পাদক আব্দুল মতিন কালা মিয়া, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিক মিয়া, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম নুর, আওয়ামী লীগ নেতা আমির উদ্দিন, সিলেট সদর যুবলীগ নেতা আবুল হাসনাত, জয়নাল আবেদীন, রাসেল আহমদ, সে¦চ্ছাসেবক লীগ নেতা তজম্মুল আলী, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- নাসির আলী, পিযূষ কান্তি চৌধুরী, আওয়ামী লীগ নেতা শাহীন আহমদ, সুমন আহমদ, মালাই মিয়া, শ্রমিক নেতা লিটন আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031