শিরোনামঃ-

» সিলেটের পার্কভিউ হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকদের মানববন্ধন

প্রকাশিত: ১২. মে. ২০১৯ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের দাবীতে, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকের উপর সন্ত্রাসীদের ন্যক্যারজনক আচরণ ও হুমকীর প্রতিবাদে মানববন্ধন করেছেন পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও ছাত্রছাত্রীবৃন্দ।

শনিবার (১১ মে) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গনে ইন্টার্ন চিকিৎসক ও ছাত্রছাত্রীবৃন্দ ঝড়ো হন। এরপর কলেজের সামনে রাস্তায় দাড়িয়ে তারা মানববন্ধন কর্মসুচী পালন করেন।

এসময় তারা বলেন- সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকের উপর কতিপয় চিহ্নিত সন্ত্রাসীদের অসদাচরণ ও হুমকীর ঘটনায় আমরা বিস্মিত, বিক্ষুব্দ। এমন অবস্থা চলতে দেয়া যায়না। মানবতার বন্ধু চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা সময়ের অপরিহার্য দাবী। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্থি নিশ্চিত করতে হবে। অন্যথায় চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা রাজপথে নামতে বাধ্য হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. আবু সাঈদ, ডা. স্বাগতা ভৌমিক, ডা. নাবিলা আক্তার, ডা. শিরিন জাহান, ডা: আমিরুল হক, ডা. কাকলী রায় তালুকদার, ডা. মোস্তাক হোসাইন তানিম।

এছাড়াও মানববন্ধনে পার্কভিউ মেডিকেল কলেজে বিভিন্ন বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৫ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930