শিরোনামঃ-

» গোলাপগঞ্জে দ্বিতীয় উজ্জল এন্ড রাহাত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ১৪. ফেব্রুয়ারি. ২০১৯ | বৃহস্পতিবার

তরুণরা খেলাধুলায় মনোযোগী হলে অপরাধ কমে আসবে : এড. লুৎফুর রহমান

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান বলেছেন- জননেত্রী শেখ হাসিনার সরকার খেলাধুলার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ফুটবল টুর্নামেন্টসহ ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন আরও বেশি করে করতে হবে। এতে করে দেশের সেরা প্রতিভাগুলো বেরিয়ে আসবে। যা দেশের ক্রীড়াজগতকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে। তরুণ প্রজন্ম খেলাধুলায় মনোযোগী হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় দ্বিতীয় উজ্জল এন্ড রাহাত ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি উজ্জল এন্ড রাহাত ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি লুৎফুর রহমান মাষ্টারের সভাপতিত্বে ও আলী হোসেন রানার সঞ্চালনায় ব্রাজিল আওয়ামী যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান উজ্জলের পৃষ্ঠপোষকতায় শেখপুর মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন প্রজন্মের মেধা ও মননের বিকাশে খেলাধুলার বিকল্প নেই। ভালো খেলোয়াড় বের করে আনতে এরকম টুর্নামেন্ট আয়োজন উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। শেখপুর মাঠের স্থায়ী উন্নয়নের বিষয়ে ক্রীড়া মন্ত্রনালয়ের সাথে কথা বলব।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফখর উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নুরুল আম্বিয়া, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইকবাল আহমদ, আওয়ামীলীগ নেতা নকুল রাম মালাকার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম উপদেষ্টা রমজান আলী, মাহতাবুর রহমান, শেখপুর যুব সংঘের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহসভাপতি কমর উদ্দিন,হেলাল উদ্দিন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ শিপলু,বাদেপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আলিম।

আরোও উপস্থিত ছিলেন- জাবেদ আহমদ, ছাত্রলীগ নেতা দেলোয়ার আহকদ, নাহিদ আহমদ, জুয়েল আহমদ, সাজু আহমদ, শেখপুর যুব সংঘের ক্রীড়া সম্পাদক জিয়াউর রহমান জিয়া,শফির আহমদ, জুনু মিয়া, আব্দুল মালিক, প্রাণেষ লাল বিশ্বাস, কলিম উদ্দিন, আব্দুশ শহীদ, আব্দুল হাকিম, রুবেল আহমদ, হাবিব আলী, আব্দুর রাজ্জাক, হেলু মিয়া, কুনু মিয়া প্রমুখ। উদ্বোধনী খেলায় প্রত্যাশা ফুটবল ক্লাব শেখপুর বনাম মানিকুনা স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি গোলশূণ্য ড্র হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯০ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031