শিরোনামঃ-

» আল এমদাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীকে ভবিষ্যত গড়ার স্বপ্নে উদ্বুদ্ধ করলো এডুকেশন গাইড

প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০১৯ | রবিবার

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সামনে একঝাক শিক্ষার্থী। যারা আগামীতে এসএসসি দেবে। সবার চোখে মুখে নানা স্বপ্ন। সবাই চুপচাপ। এর মাঝে বক্তব্য শুরু করলেন রিসোর্স পার্সন দীর্ঘক্ষণ আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা রিসোর্স পার্সন লিডিং ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের লেকচারার তাসনিয়া মিজান চৌধুরী। একটানা ৪৫ মিনিটের বক্তৃতা।

তন্ময় হয়ে শিক্ষার্থীরা শুনছিলো তাদের ভবিষ্যত নানা চ্যালেঞ্জের কথা। কিভাবে তারা নিজেকে গড়বে। কিভাবে নিজেকে লেখাপড়ায় আরো বেশী আগ্রহী হতে হবে। কিভাবে ইংরেজীকে আয়ত্বে আনতে হবে। সেই সঙ্গে ঝরে পড়া থেকে কিভাবে নিজেকে রক্ষা করবে। এসব নানা বিষয়ে যখন তাসনিয়া কথা বলছিলেন- তখন পুরো হলজুড়েই ছিলো শত শিক্ষার্থীর উপস্থিতি। তন্ময় হয়ে শুনছিলেন তাঁর কথা।

অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থী সকলেই বললেন- এরকম ব্যাতিক্রমী অনুষ্ঠান সব বিদ্যালয়েই হওয়া দরকার। তাতে উদ্বুদ্ধ হবে শিক্ষার্থীরা। প্রেরণা পাবে নিজের ভবিষ্যত গড়ার। শ্রেণীকক্ষের গৎবাধা নিয়মের বাইরে ভিন্ন পরিবেশে একজন ভার্সিটি শিক্ষিকার কাছ থেকে শিক্ষার্থীরা নানা বিষয়ে জ্ঞানার্জন করে তৃপ্তই হয়েছে, বললেন বিদ্যালয়ের শিক্ষকরা।

শনিবার (২৬ জানুয়ারি) ছিলো গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা তীরবর্তী আল এমদাদ উচ্চ বিদ্যলয়ে এডুকেশন গাইড এর উদ্বুদ্বকরণ কর্মশালা। সেখানে শিক্ষার্থীরা ভীষণ খুশি এডুকেশন গাইড এর রিসোর্স পার্সন দের বক্তব্যে। শুধু তাসনিয়া নন, সেখানে আরো দুইজন রিসোর্স পার্সন ছিলেন, যারা হলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি জাহাঙ্গির রহমান, ক্যারিয়ার ক্লাবের মেম্বার। তিনজনে প্রায় দেড়ঘন্টা এভাবেই শিক্ষার্থীদেরকে নানা অনুপ্রেরণা এবং দিক নির্দেশনামুলক পরামর্শ দেন।

বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশ নেন। সকাল সোয়া এগারোটায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যলয়ের প্রধান শিক্ষক জোৎস্নাময় আচার্য। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এনামুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন- এডুকেশন গাইড এর প্রতিষ্টাতা যোবায়ের আহমদ (জাবেদ)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি জাহাঙ্গির রহমান, সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. ফয়ছল আলম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, হাজী কামাল উদ্দিন আমান, ডা. আব্দুল মতলিব, নিজাম উদ্দিন,বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক হাবিবুর রহমান,আব্দুল হামিদ।

অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎস্নাময় আচার্য তার বক্তব্যে এডুকেশন গাইড’র এ ধরণের ব্যতিক্রমী কর্মসূচির প্রশংসা করে বলেন, সত্যিই এ অনুষ্ঠান আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রেরণা যোগাবে। লেখাপড়ায় আরো আগ্রহী করে তুলবে।

এ ধরনের ব্যতিক্রমী কর্মসূচি শিক্ষার্থীদের মানোন্নয়নেও কার্যকর ভূমিকা রাখবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৬৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031