শিরোনামঃ-

» রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে জকিগঞ্জে শতাধিক দুস্থদের মধ্যে শীতবস্ত্র ও আর্থিক সাহায্য প্রদান

প্রকাশিত: ১৩. জানুয়ারি. ২০১৯ | রবিবার

সিলেট বাংলা নিউজ জকিগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের জকিগঞ্জে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়েছে শনিবার (১২ জানুয়ারি)।

উপজেলার কাজলসার ইউনিয়নের মরিচা গ্রামে এলাকার শতাধিক দুঃস্থ মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান এম এ রহিমের সভাপতিত্বে ও প্রোগ্রামের স্থানীয় উদ্যোক্তা রোটারীয়ান মনসুর আহদের পরিচালনায় জনাকীর্ন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ।

বিশেষ অতিথি ছিলেন ৩নং কাজলসার ইউপি চেয়ারম্যান জুলকারনাইন লস্কর। আরসি সিলেট সেন্ট্রালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন আগামী রোটারী বর্ষের গর্ভনর পদপ্রার্থী রোটারীয়ান পিপি জিয়াউল হক, রোটারীয়ান পিপি মো. আব্দুল মুকিত, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারীয়ান মো. রুহুল আলম, ক্লাব সেক্রেটারী রোটারীয়ান বিকাশ কান্তি দাস, রোটারীয়ান আহমেদ রশিদ চৌধুরী, রোটারীয়ান মোহাম্মদ আলী হোসেন ও রোটারীয়ান স্বরাজ বন্ধু দাস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার উস্তার আহমদ ও আব্দুস সালাম, হাজী ইসমাইল আলী, মুরব্বি রিয়াজুল হক, মৌলানা মোস্তাক আহমদ, আব্দুল জব্বার, আব্দুল মজিদ ও মাহবুব আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ রোটারীর সেবামুলক কর্মকান্ডের উচ্চসিত প্রশংসা করেন এবং আরসি সিলেট সেন্ট্রালের এই মানবিক কার্যক্রম জকিগঞ্জের পিছিয়েপড়া এলাকায় বাস্তবায়ন করায় ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উভয় গনপ্রতিনিধি মরিচা গ্রামের রাস্তার অসম্পূর্ন অংশ পাকাকরণ, সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপন এবং সেচ-প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেন। রোটারীয়ান জিয়াউল হক মরিচা জামে মসজিদের জন্য কয়েকটি সিলিং ফ্যান ও নামাজের কার্পেট প্রদানের প্রতিশ্রুতি দেন। পরে রোটারীয়ান আহমেদ রশিদ চৌধুরীর পরিচালনায় শিশুদের জন্য শীতের সময় স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী ও পরামর্শ প্রদান করা হয়। বিকেলে স্থানীয় পরচক গ্রামে একজন দুঃস্থ মহিলাকে নগদ আর্থিক সাহায্য প্রদান করা হয়।

সন্ধ্যায় হোটেল হিলটাউনে ক্লাব প্রেসিডেন্টের সভাপতিত্বে ২৪তম সাপ্তাহিক সভা অনুষ্টিত হয়। এতে চক্ষু রোগীর চিকিৎসা প্রদান সংক্রান্ত প্রজেক্ট ও রোটারীর রায়লা প্রোগ্রাম বাস্তবায়ন, ডিষ্ট্রিক্ট্র কনফারেন্সে অংশগ্রহনসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন রোটারীয়ান পিপি মোহাঃ মুহিবুর রহমান, রোটারীয়ান পিপি সিদ্দিকুর রহমান, রোটারীয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, রোটারীয়ান পিপি তৈয়বুর রহমান, রোটারীয়ান পিপি মো. নজরুল ইসলাম, রোটারীয়ান মোহাম্মদ সামসুদ্দিন, রোটারীয়ান শেখ ফরিদ আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯৩ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031