শিরোনামঃ-

» সিলেটে আলোকচিত্র প্রতিযোগীতা ও প্রদর্শনী

প্রকাশিত: ০৮. আগস্ট. ২০১৮ | বুধবার

পুরস্কার ঢাকা-ব্যাংকক -দিল্লী- বিমান টিকেট

স্টাফ রিপোর্টার সিলেটের বঙ্গবীর ওসমানী শিশু উদ্যানে শুরু হতে যাচ্ছে দু’দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী এবং প্রতিযোগিতা। বাংলাদেশের অপরুপ সকল চিত্র তুলে ধরার লক্ষে প্রথম বারের মতো এ আলোকচিত্র প্রদর্শনী এবং প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে লেটার ম্যাগাজিন। এই প্রতিযোগিতায় থাকছে সনদসহ ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকেটসহ আরো অনেক পুরষ্কার।
লেটার ম্যাগাজিন আয়োজিত এ প্রদর্শনী আগামী ১ সেপ্টেম্বর ও ২ সেপ্টেম্বর সিলেটের বঙ্গবীর ওসমানী শিশু উদ্যানে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার ছবি জমা দেয়ার শেষ সময় ২৫ আগস্ট, ২০১৮। একজন প্রতিযোগি সর্বোচ্চ ৪টি ছবি জমা দিতে পারবে।
ছবি পাঠাতে হলে ই-মেইল করতে হবে: info.galaxytop@gmail.com। প্রতিযোগীদের পাঠানাও ছবি বিচারকদের মতামতের মাধ্যমে প্রদর্শনীতে রাখা হবে এবং প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের নাম ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
এতে বাংলাদেশের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া আলোকচিত্রী সহ পেশাদার ও ফ্রিল্যান্স আলোকচিত্রীরা  অংশগ্রহণ করতে পারবেন।
আলোকচিত্র প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম স্থান অধিকারী পাবেন ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকেট।
দ্বিতীয় স্থান অধিকারী পাবেন ঢাকা-দিল্লী-ঢাকা বিমান টিকেট এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকেট। এছাড়াও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ আরো ১০ জন পাবেন সনদপত্র।
বিস্তারিত জানতে চোখ রাখুন: https://www.facebook.com/thelettermagazine/
ছবির বিষয়:
অবশ্যই বাংলাদেশের সুন্দর্যময় রুপ তুলে ধরতে হবে ছবিতে। যেমন বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, উৎসব, সংস্কৃতি ও ঐতিহ্য, প্রকৃতি, মানুষের জীবনের চিত্র, ছবিটিতে অশ্লীল বা আপত্তিকর কিছু থাকতে পারবে না।
নিয়মাবলী:
  • নিবন্ধন ফি ৩০০ টাকা-বিকাশ নাম্বার -01796632656.
  • নিবার্চিতরা  প্রতিটি ছবির ফ্রেমিং এবং প্রিন্টিং এর জন্য জমা দিতে হবে ৫০০ টাকা এবং ছবি পাঠাতে পারবেন সাদা-কালো-রঙিন।
  • কপি রাইটের কোন ছবি গ্রহন করা হবে না।
  • মোবাইলের ছবি জমা দেয়ার ক্ষেত্রে মোবাইলের নাম ও মডেল নম্বর লিখে দিতে হবে।
  • প্রদর্শনীতে আলোকচিত্রীর ছবি বিক্রি হলে তার ৭০ ভাগ পাবেন আলোকচিত্রী।
  • আয়োজকদের সকল সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে।
  • আয়োজকদের মূল আলোকচিত্র পরীক্ষা বা জমার বৈধতা নিশ্চিত করার জন্য RAW ফাইল চাওয়ার অধিকার রাখবে।
  • নির্দিষ্ট সময়সীমার মধ্যে JPEG ফরমেটে ছবি পাঠাতে হবে। সরবরাহ করতে ব্যর্থ হলে প্রদর্শনী থেকে অযোগ্য বিবেচিত করে বাতিল করা হবে।
  • ছবিতে কোন ধরনের সম্পাদনা করা যাবে না।
  • শর্তাবলীর সাথে সঙ্গতি না হলে অংশগ্রহণকারী অযোগ্য ঘোষণা করা হবে।
আগ্রহী ফটোগ্রাফাররা যতদ্রুত সম্ভব যোগাযোগের অনুরোধ করা হলো।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৪ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930