শিরোনামঃ-

» রোটারী ক্লাব অব জালালাবাদের ৩৪তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ০৫. আগস্ট. ২০১৮ | রবিবার

“বিশ্বকে পরিবর্তন করার জন্য রোটারী ক্লাবের কোন বিকল্প নেই” : অধ্যাপক আবদুল মান্নান

স্টাফ রিপোর্টারঃ রোটারী ক্লাব অব জালালাবাদের ৩৪তম প্রতিষ্টা বার্ষিকীতে” পোলিও নির্মূলে রোটারীর অবদান চির স্মরণীয় থাকবে ” এই শ্লোগানকে সামনে রেখে দেশ ও সমাজের মানবতার সেবায় এগিয়ে আসে রোটারী ক্লাব অব জালালাবাদ। বাংলাদেশসহ সমগ্র মানবতার সেবায় কাজ করে যাচ্ছে রোটারী ক্লাব অব জালালাবাদ।

রোটার‌্যাক্ট আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে, নিজ ব্যাক্তিত্ব বিকাশে যুবক-যুবতীদের মধ্যে জ্ঞান ও কর্ম দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা, তাদের জনগোষ্ঠীর বাস্তব ও সামাজিক চাহিদার প্রতি মনোযোগী হওয়া এবং বন্ধুত্ব ও সেবার সাংগঠনিক কাঠামোর মাধ্যমে সমগ্র বিশ্বের সকল মানুষের মধ্যে উন্নততর সম্পর্ক গড়ে তোলা।

শুক্রবার (৩ আগস্ট) রাত সাড়ে ৭টায় নগরীর বন্দরবাজারস্থ ষ্টেশনক্লাবে অনুষ্ঠিত রোটারী ক্লাব অব জালালাবাদ-এর উদ্যোগে ৩৪তম প্রতিষ্টাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ রোটারী ক্লাব অভিষেক চেয়ারম্যান প্রফেসর ডা. মীর মাহবুবুল আলম (এমপিএইচএফ)।

এতে সভাপতিত্ব করেন- অভিষিক্ত সভাপতি রোটারিয়ান মাসুদ আহমদ চৌধুরী (পিএইচএফ) রোটারী ক্লাব অব জালালাবাদ সেক্রেটারী রোটারিয়ান তানভীর আহমদ চৌধুরী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিক্ষাবিদ ও কলামিস্ট অধ্যাপক আবদুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদায়ী সভাপতি রোটারিয়ান হানিফ মোহাম্মদ(পিএইচএফ এমসি), বিদায়ী সেক্রেটারী মাহবুবুল আলম মিলন, ডিজিএন লে. কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবদুল মান্নান বলেন- রোটারী ক্লাব অব জালালাবাদ সমাজকল্যাণ এবং উন্নয়নমূলক কার্যক্রম যৌথভাবে পরিচলানা করে সামাজিক নিরাপত্তা এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করে। বিশ্বকে পরিবর্তন করার জন্য রোটারী ক্লাবের কোন বিকল্প নেই। মানুষ নিজেকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে, তাহলেই দেশ সঠিক শিক্ষায় আলোকিত হয়ে উঠবে।

সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে যুবকদেরকেই এগিয়ে আসতে হবে। যুবসমাজকে দেশের গণ্যমান্য-সম্মানীত ব্যক্তিদের জীবনী ও গল্প বই পড়ে তাদেরকে অনুসরণ করতে হবে।

আমরা মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলেছি। তাই আমাদের পরিবার থেকে শুরু করে সমাজের অমানবিক সমস্যা দূর করতে হবে। ক্লাব ও ক্লাবের বাইরে কাজ করে সমাজে খেটে-খাওয়া মানুষের সমস্যা সমাধানে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় একটি সুন্দর সমাজ গঠনে রোটারী ক্লাব অব জালালাবাদ সমাজ সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সেই সাথে নতুন অভিষিক্ত সবাইকে শুভেচ্ছা ও সাধুবাদ জানাই।

রোটারী ক্লাব অব জালালাবাদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর শুরু থেকে এখন পর্যন্ত সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ প্রজেক্টের মাধ্যমে তুলে ধরা হয়। অনুষ্ঠানে ক্লাবে তিনজন নতুন সদস্যদের রোটারী পিন পড়িয়ে ক্লাবে তাদেরকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভূক্ত করেন রোটারী ক্লাব অব জালালাবাদ প্রেসিডেন্ট, সেক্রেটারীসহ অন্যান্য সদস্যরা।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৫ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031