শিরোনামঃ-

» সিলেটে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত: ২৫. এপ্রিল. ২০১৮ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ সিলেট মাদকদ্রব্য অধিদপ্তরের বিভাগীয় পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীদের ৫ দিনব্যাপী দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ শেষ হয়েছে। মঙ্গলবার বিকালে দক্ষিণ সুরমার আলমপুরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম।

এসময় তিনি বলেন, কর্মক্ষেত্রে প্রশিক্ষনের বিকল্প নেই। বিশেষ করে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলতে হয়। এ কারণে তাদের আচার ব্যবহার অনেকেই ফলো করে।

তিনি বলেন- প্রশিক্ষণকে কাজে লাগাতে পারলে রাষ্ট্র ও সমাজ উপকৃত হবে। বিশেষ করে জনগণের কল্যান হবে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রনে সাইকে একসাথে কাজ করার আহবান জানান।

কোর্স পরিচালক ও বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সিলেটের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লার সভাপতিত্বে সমাপনী দিনে বক্তব্য রাখেন- সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, পুলিশ সুপার নুরুল ইসলাম। এর আগে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন, কর্মচারি কল্যাণ বোর্ডের উপ পরিচালক কামরুল ইসলাম, দুদকের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম, সিনিয়র সহকারি কমিশনার মামুনুর রহমান প্রমুখ।

কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।

 

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯২ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031