শিরোনামঃ-

» ৫ দফা চুক্তি বাস্তবায়নে মালিক পক্ষের কালক্ষেপনের প্রতিবাদে চা শ্রমিকদের প্রতিবাদ সভা

প্রকাশিত: ০৫. এপ্রিল. ২০১৮ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ চা শ্রমিকদের ৫ দফা দাবি চুক্তি বাস্তবায়নে মালিক পক্ষের কালক্ষেপনের প্রতিবাদে, চা শ্রমিকদের মজুরী বৃদ্ধি ও চুক্তি বাস্তবায়নসহ চা শ্রমিকদের যাবতীয় দাবী দাওয়া মেনে নিতে এবং শ্রমিকদের উপর নির্যাতন বন্ধের দাবিতে বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালি কার্যকরী পরিষদের ২২টি চা বাগানের শ্রমিকবৃন্দ প্রতিবাদ র‌্যালী, সভা ও ২ ঘন্টা কর্মবিরতী পালন করা হয়।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি রাজু গোয়ালার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন লাক্কাতুরা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সিতু লুহার লুটন গোয়ালা, গুবেসলোহার, বিপত গোয়ালা, সুহেল লায়েক, নিরেন গোয়ালা, অমিরন গোয়ালা, মালনীচড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি জিতেন সরব, রতিলাল কালুরার, দিলিপ বাউরী, কলকালুয়ার, সনজয় বাউরী, হিলুয়াছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মদন গনজু, সাধারণ সম্পাদক রনজিত বাউরী, দিলিপ পুরমি প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন- দীর্ঘ ১৪ মাসে চা শ্রমিকের মজুরি চুক্তি সম্পাদিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, মালিক পক্ষ চুক্তি সম্পাদনে চরম গড়িমসি করছে। এতে শ্রমিকদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে।

আগামী ৭ এপ্রিলের মধ্যে চা শ্রমিকদের ন্যায্য দাবি দাওয়া মেনে না নিলে শ্রমিকরা কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে এবং এর দায়দায়িত্ব মালিক পক্ষকে বহন করতে হবে। সভায় অবিলম্বে ৫ দফা চুক্তি বাস্তবায়ন, শ্রমিকদের বেতন ৮৫টা থেকে ২৩০ টাকায় উন্নতিকরণ করার জোর দাবি জানানো হয়।

 

এই সংবাদটি পড়া হয়েছে ৪২৯ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031