শিরোনামঃ-

» অবিশ্বাস্য ব্যাটিংয়ে ম্যাচ সেরা মাহমুদউল্লাহ

প্রকাশিত: ১৭. মার্চ. ২০১৮ | শনিবার

স্পোর্টস ডেস্কঃ এমন ব্যাটিংয়ের পর ম্যাচ সেরার পুরস্কারটি আর কে-ই-বা দাবি করতে পারতেন? কেউ দাবি করেনওনি। মাহমুদউল্লাহ রিয়াদের হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।

শেষ ওভারে দরকার ছিল ১২ রান। প্রথম দুই বলে একটি উইকেট হারিয়ে কোনো রানই নিতে পারেনি বাংলাদেশ। স্বীকৃত ব্যাটসম্যান বলতে ছিলেন কেবল মাহমুদউল্লাহ।

এমন ম্যাচে তীরে এসে তরী ডুববে, ধরে নিয়েছিলেন অনেকেই। তবে মাহমুদউল্লাহ বোধ হয় এই নৈরাশ্যবাদীদের তালিকায় ছিলেন না। শেষ ৪ বলে দরকার ছিল ১২ রান। শেষ ২ বলে ৬। এমন এক ম্যাচ এক বল হাতে রেখেই বাংলাদেশকে জিতিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ, দারুণ এক ছক্কা মেরে।

শুধু কি এই ছক্কাটিই? মাহমুদউল্লাহর পুরো ইনিংসই তো ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। ১৮ বলে হার না মানা ৪৩ রান। যে ইনিংসে ৩টি চারের পাশে ২টি ছক্কার মার! স্ট্রাইকরেট, ২৩৮.৮৮। অবিশ্বাস্যই তো!

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৩ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031