শিরোনামঃ-

» প্রকাশিত সংবাদের নিন্দা প্রকাশ; জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদের ভাষ্য

প্রকাশিত: ০১. মার্চ. ২০১৮ | বৃহস্পতিবার

মোস্তাক আহমদ, জকিগঞ্জ প্রতিনিধিঃ সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ-কে নিয়ে স্থানীয়, জাতীয় ও অনলাইন মিডিয়াতে ব্যাপক অপপ্রচার চালানো হয়েছে।

এ ব্যাপারে বিস্তারিত জানতে সিলেট বাংলা নিউজ ডটকম প্রতিনিধি জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদের সাথে বুধবার (২৮ ফেব্রুয়ারি) যোগাযোগ করলে তিনি তাঁর বক্তব্য প্রকাশ করেন।

জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়াম্যানের এ মর্মে বক্তব্য- প্রকাশিত দৈনিক কালের কন্ঠ পত্রিকা সহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একটি সংবাদ দেখে তিনি বলেন- ছেলেটি আমার গ্রামের। আমি বাড়ি থেকে বের হওয়ার সময় চলন্ত গাড়ীতে ছেলেটির হাতে থাকা প্রায় এক হাত লম্বা লোহার রড দিয়ে গাড়ির বাম পাশে ধরে রাখে।

এসময় গাড়িতে বিকট শব্দ হয়। সাথে সাথে ড্রাইভার গাড়ি ব্রেক করে। যদি তাৎক্ষনিক গাড়ি ব্রেক না হতো, গাড়ির পিছনের চাকায় ছেলেটি বড় ধরনের দূর্ঘটনা হতো এবং আঘাত পেতো। আমি গাড়ি থেকে নেমে বিষয়টি বুঝার চেষ্টা করি এবং ঐ সময় ছেলেটিকে ধমক দিলে সে দৌড় দিয়ে পালিয়ে যায়।

পরে বিভিন্ন মিডিয়ায় দেখি এই বিষয়টিকে আমার প্রতিপক্ষ কিছু রাজনৈতিক ব্যাক্তিবর্গ অতীতের ন্যায় রং লাগিয়ে বিভিন্নভাবে অপপ্রচার শুরু করেছেন। যা পুরোপুরি মিথ্যা, বানোয়াট এবং আমাকে ব্যক্তিগতভাবে হেয় করা ছাড়া আর কিছুই নয়। একটি ছেলের ছেলেমানুষিকে কেন্দ্র করে এহেন অপপ্রচার অত্যন্ত দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা জানাই। আমি অনুরোধ করবো আমার প্রতিপক্ষ রাজনীতিকদের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য এবং এতে যাতে কেউ কর্ণপাত না করেন সে ব্যাপারেও বিণীত আহ্বান জানাবো।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৭৯ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930