শিরোনামঃ-

» আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ওসমানী হাসপাতালের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ২১. ফেব্রুয়ারি. ২০১৮ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভাষা শহিদ ও ভাষা সৈনিকদের স্মরণের মাধ্যমে পালিত হয়েছে ভাষা শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ২০১৮ এর প্রথম প্রহর।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক, উপ-পরিচালক ডা. দেববত রায়, ডা. আজিজ আহমদ মালিক, সহকারী পরিচালক (প্রশাসন), ডা. আলাউদ্দীন আহমদ, সহকারী পরিচালক (অর্থ) , ডা. সাদীন কুমার দাশ সিনিয়র ষ্টোর অফিসার, ডা. আবু নঈম মোহাম্মদ আর পি মেডিসিন , ডা. অরুন কুমার বৈষব আর এস জেনারেল, ডা. এস এম আসাদুজজামান জুয়েল আর এস নিউরো সারজারি, ডা. শ্যামল চন্দ্র বর্মণ, ডা. আফসার উদ্দীন আর এস ট্রমা এন্ড অর্থ , ডা. নির্ঝর ভট্রাচার্য্য মেডিকেল অফিসার চর্ম ও যৌন রোগ বিভাগ, ডা. মনোজ চৌধুরী ইমারজেন্সী মেডিকেল অফিসার, ডা. আফজালুল আলম ইন্টার্ন প্রেসিডেন্ট , ডা. হারুনুর রশিদ ইন্টার্ন ভাইস প্রেসিডেন্ট , ডা. মো. ইকবাল হোসেন ইন্টার্ন যুগ্ম-সাধারণ সম্পাদক, অনিন্দ্র ভৌমিক , ডা. সঞ্চিতা রাণী সিনহা আর এস গাইনী, ডা. ফাতেমা ইয়াসমিন আর এস শিশু, ডা. কৃঞ্চ কান্তি ভৌমিক আর এস ই এন টি, ডা. শাহরিয়ার আহমদ খলিল চৌধুরী, মাহমুদুল হাসান মানসিক, শিউলী আক্তার ভারপাপ্ত সেবা তত্বাবধায়ক, পরিমল বণিক, ভারপ্রাপ্ত উপ-সেবা তত্তাবাধায়ক, ইসরাইল আলী সাদেক চৌধুরী নাসিং কর্মকর্তা, অরবিন্দু দাশ নাসিং কর্মকর্তা, রেখা রাণী বণিক, ভারপাপ্ত নার্সিং সুপারভাইজার, মোহাম্মদ রুহুল আমিন পিএ টু পরিচালক, মো. রওশন হাবিব ওয়ার্ড মাস্টার, মো. অহিদুর রহমান আই সিটি, আবুল খয়ের চৌধুরী ওয়ার্ড মাস্টার, নাসির উদ্দিন আনসার কমান্ডার, গবিন্ধ দেব নাথ ড্রাইবার, ইমরান হোসেন ২ সাবেক সাধারণ সম্পাদক ৪র্থ শ্রেণী, ফারুক হোসেন ভূইয়া, সাবেক সহ-সভাপতি ৪র্থ শ্রেণী, হেলাল উদ্দীন ড্রাইবার ইনচার্জ, ইসমাইল হোসেন, প্রনব কুমার সিংহ, বিজয়া প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭২ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031