শিরোনামঃ-

» নগরীতে বাসার ছাদের ওপর ঝুঁকিপূর্ণ বিদ্যুতের লাইন, দুর্ঘটনার শঙ্কা

প্রকাশিত: ২৯. নভেম্বর. ২০১৭ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ সিলেট শহরতলীর আখালয়িা এলাকায় একটি বাসার ছাদের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের লাইন টানার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই পরিবার দুর্ঘটনার শঙ্কা প্রকাশ করে সিলেটের পিডিবির প্রধান প্রকৌশলী বরাবরে অভিযোগ দিয়েছেন। অভিযোগ আছে এখনো কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার (২৩ নভম্বের) এ ব্যাপারে পিডিবি সিলেটের প্রধান প্রকৌশলীর কাছে অভিযোগ করেন আখালিয়া নতুন বাজারের ধামালীপাড়া সোনালী আবাসিক এলাকার ৭২/২ নম্বর বাসার বাসিন্দা আবদুল সোবহানের স্ত্রী হাজেরা বেগম।

অভিযোগে তিনি উল্লেখ করেন- তিনি চার বছর আগে প্রকৌশলী অধিদপ্তরের আওতাধীন বিদ্যুতের লাইন বাদিয়ে বাসার লাইনের ওপর দিয়ে টেনে রাস্তার খুঁটিতে সংযোগ দেওয়া হয়।

ওই সময় বিদ্যুতের লোকেরা তাঁকে আশ্বস্ত করেন- পরে নতুন খুঁটি বসিয়ে লাইন বাসার ওপর থেকে সরিয়ে রাস্তার খুঁটিতে নিয়ে যাবেন।

এতে তিনি দু’তিন বছর অপেক্ষায় ছিলেন। র্বতমানে ওই ঝুঁকিপূর্ণ খুঁটি কাত হয়ে বাসার ওপর হেলে পড়ছে। যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পার।

এ বিষয়ে বিদ্যুতের লোকদের অবগত করা হলে তারা পুরাতন লাইনের সাথে নতুন ৩৩ কেভি লাইনের খুঁটির সঙ্গে আপাতত বেঁধে রাখেন।

এতে আরো ঝুঁকি নিয়ে পরিবারের সবাই আতঙ্কে দিনযাপন করছেন।

এ ব্যাপারে জানতে চাইলে সিলেটের পিডিবি বাগবাড়ি অফিসের প্রধান প্রকৌশলী রতন বিশ্বাস বলেন- গত ২৬ তারিখে দরখাস্তটি পাওয়ার পর ব্যবস্থা নিতে শিবগঞ্জের  অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৫ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031