শিরোনামঃ-

» সিলেটে কমেডি নাটক দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন মুরাদ

প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০১৭ | মঙ্গলবার

মিডিয়া নিউজঃ সিলেটের জনপ্রিয় কয়েকজন কমেডি অভিনেতার মধ্যে বেলাল আহমেদ মুরাদ একজন। খুব অল্প সময়ের ভিতরে তরুণ এই অভিনেতা জায়গা করে নিয়েছেন সিলেটের লাখো মানুষের মনে। একের পর এক কমেডি ভিডিও তৈরি করে মানুষের প্রশংসা ও ভালবাসা কুড়াচ্ছেন এই অভিনেতা।

৪/৫ মিনিটের এই ভিডিওগুলোতে তিনি সমাজের অসংগতি এবং মানুষের ভূলগুলো তুলে ধরবার চেষ্টা করেন। তার ভক্ত অনুরাগীরা ফেইসবুকে (আমরা অভিনেতা মুরাদ এর ভক্ত) নামে একটি পেইজ ওপেন করেন- এই পেইজে ধারাবাহিক ভাবে তার করা নাটিকা এবং তিনি কবে কোথায় কখন অভিনয় করছেন পোস্ট করা হয়।

উদীয়মান এই অভিনেতা সিলেট শহরের কলাপড়া ঘাসিটুলা এলাকার বাসিন্দা। তাঁর পিতা মো: মোক্তার আহমেদ। তিনি একজন ব্যবসায়ী। তাঁর মাতা মোছা: বিলকিস বেগম একজন গৃহিনী। ৪ ভাইয়ের মধ্যে তিনি বড়।

পঞ্চম শ্রেণী থেকে নিজের মায়ের প্রচেষ্টায় অভিনয় শিখেন- বেলাল আহমেদ মুরাদ। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি আলাদা আকর্ষণ থেকে ধীরে ধীরে নিজেকে জড়িয়ে পড়েন অভিনয় জগতের সাথে।

২০০৬ সালে মঞ্চ নাটকের মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন- এই অভিনেতা এবং একই বছয় মঞ্চ নাটকে সফলতা লাভ করেন। ২০০৮ সালে বৈশাখী পদ্ধকুড়ীর সেরা দশে স্থান পান এবং পদক পেয়ে তারকা হন।

ইতোমধ্যেই তাঁর নাটকগুলা ফেইসবুক ও ইউটিউব এ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ফেইসবুক এর বিভিন্ন পেইজে তার নাটকগুলো আপলোড করা হয়। আপলোড হওয়া মাত্র লক্ষ লক্ষ দর্শক তার নাটক গুলো দেখে প্রশংসা করেন।

ইতোমধ্যে তাঁর আলোচিত নাটিকাগুলি হচ্ছে- এমএলএম, তামাশা ১, তামাশা ২ ডিস্টার্ব ১, ২, ৩ পাতিনেতা ১, ২, ৩, ওয়ার্ড মেম্বার (১), হিজড়াদের নিয়ে ওয়ার্ড মেম্বার (২) ডাক্তার (১) ৪২০ সাংবাদিক (১) সহ অসংখ্য নাটক নাটিকা আজ গ্রীন বাংলা’র ইউটিউব চ্যানেলে।

জনপ্রিয় এই অভিনেতা বলেন- সিলেটি ভাষায় নাটিকাগুলো আমরা তৈরি করছি শুধুমাত্র সিলেটের ভাষাটাকে সর্বমহলে পরিচিত করার জন্য, আপনাদের সহযোগীতা পেলে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতি সপ্তাহে সোমবারে গ্রীন বাংলার ইউটিউব চ্যানেলে একটি করে শিক্ষণীয় নাটিকা আপলোড করা হয়। অপসংস্কৃতির ভিড়ে অভিনেতা মুরাদের শিক্ষণীয় এই নাটিকাগুলি খুব ভালো ভূমিকা রাখবে বলে মনে করেন তার ভক্ত অনুরাগীরা।

সর্বশেষ প্রচারিত তাঁর নাটিকা পাতিনেতা সিরিয়াল ও ডাক্তার খুব আলোড়ন সৃষ্টি করেছে। তার এই নাটিকাগুলো সিলেট তথা জাতীয় মিডিয়ায় ভুমিকা রাখবে বলে মনে করেন সিলেটের সাংস্কৃতিক প্রেমিরা।

মুরাদের সাথে আরো কাজ করছেন- খলিলুর রহমান খান, মতিউর রহমান সাদেক, প্রিন্স বিপ্লব, মিজানুর রহমান শামিম, শাহ ফাহিম মাহমুদ, আমিনুল ইসলাম, আদনান আহমেদ, আলি আহমেদ মাজেদ, তানভির আহমেদ, সিলেটের এক ঝাক সংস্কৃতি কর্মী।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫২১ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031