শিরোনামঃ-

» স্কুল শিক্ষক নজরুল ইসলামের বিদায় সংবর্ধনায় ড. আবুল ফতেহ ফাত্তাহ

প্রকাশিত: ১৬. অক্টোবর. ২০১৭ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ গুণীজনদের সম্মান জানালে আরো গুণী সৃষ্টির পথ তৈরি হয়। গুণীজনকে সম্মান জানালে এবং তার গুণের কদর করা হলে তা সমাজে আরো গুণী সৃষ্টির পথ করে দেয়-এমন কথা বললেন মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ।

শনিবার (১৪ অক্টোবর) সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী পৌদনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলামের বিদায়সংর্বধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. মো. শামছুল ইসলামের সভাপতিত্বে ও আক্তার হোসেন রুজেল এবং বাবুল হোসেন মোহনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, মো. শাহ আলম, নাজমুল ইসলাম মকবুল, আনোয়ার হোসাইন, আজিজুল ইসলাম, আব্দুল ওদুদ  এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্যে লিয়াকত শাহ ফরিদী বলেন- শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। উন্নত সমাজের স্বার্থেই তারা সম্মানের দাবিদার।

স্কুলের পক্ষ থেকে দেওয়া সম্মানে অভিভূত উল্লেখ করে সংবর্ধিত অতিথির বক্তব্যে মো. নজরুল ইসলাম বলেন, জীবনের অবশিষ্ট সময়ে তিনি মানবতার কল্যাণে কাজ করে যেতে চান। এ জন্য তিনি স্থানীয় বাসিন্দা ও তার ছাত্র-ছাত্রীদের কাছে দোয়ার প্রত্যাশা করেন।

বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনাসভায় প্রাক্তন ছাত্র ছাত্রী ও আয়োজকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন হুমায়ুন আহাদ শাওন, রাসেল মিয়া, শামসুদ্দিন, মৌরশ আলী। মানপত্র পাঠ করেন, মোহাইমিনুর রহমান ফাহাদ ও বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সামিরা আক্তার।

শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন প্রভাষক মনসুর আহমদ সেবুল। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র ছাত্রী ও এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে বিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম আপ্তাব আলীর রুহের মাগফেরাত কামনায় অলংকারী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮১ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031