শিরোনামঃ-

» শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়ায় হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে

প্রকাশিত: ০৪. আগস্ট. ২০১৭ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন চন্দ্র ঘোষ বলেছেন, শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়ায় হামলাকারীদের দ্রুত বিচার আইনে বিচার কতে হবে।

এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য সবাইকে কুচক্রি মহলের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি শুক্রবার (৪ আগস্ট) বিকেল ৪টায় সিলেট বন্দরবাজারস্থ ব্রহ্মমন্দিরে পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সদর উপজেলা শাখার সভাপতি নিলেন্দু ভূষণ দের (অনুপ) এর সভাপতিত্বে ও ৪নং খাদিমপাড়া ইউনিয়নের অর্থ সম্পাদক প্রহল্লাদ চন্দ্র নাথের পরিচালনায় বক্তব্য রাখেন- পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজু গোয়ালা, সহ-সভাপতি বীরেশ দেবনাথ, জ্যোতিশ দত্ত, অজয় চন্দ দে, অপু দে, লিংকন দাস, মনোরঞ্জন বিশ্বাস, সামানন্দ পাত্র, মেলন উরাং, ধরণী দাস, দিলীপ রঞ্জন বুর্মী, সুনীল পাত্র, অনিল মহালী, বিরেন্দ্র বিশ্বাস, দিপন, সুশীর বিশ্বাস, শান্ত, অনুকুল মালাকার, রতন বিশ্বাস, নরেন্দ্র বিশ্বাস, হেমেন্ত দেব নাথ, অসিত চন্দ্র রায়, মনোরঞ্জন বিশ্বাস।

সভায় শারদীয় দূর্গোৎসবের প্রস্তুতি গ্রহণ করার জন্য আগামী ২৫ আগস্ট শুক্রবার বিকাল ৪টায় এক সভা আহ্বান করা হয়েছে।

উক্ত সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩১৫ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031