শিরোনামঃ-

» বন্যার্তদের পাশে শিক্ষামন্ত্রী, গোলাপগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন

প্রকাশিত: ০৪. জুলাই. ২০১৭ | মঙ্গলবার

গোলাপগঞ্জ প্রতিনিধি, সালমান কাদেরঃ বন্যার্তদের পাশে দাঁড়াতে রাষ্ট্রীয় কাজ ফেলে রেখে নিজ নির্বাচনী এলাকায় ছুটে এসেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার (৩ জুলাই) সকাল থেকে সন্ধ্যা অবধি তিনি গোলাপগঞ্জের বন্যা কবলিত বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন। তিনি শরীফগঞ্জ ইউপির হাকালুকি হাওরঞ্চল, ভাদেশ্বর ইউপির মিরগঞ্জ বাজার, মেহেরপুরসহ উত্তর বাদেপাশা ইউপির বেশ কয়েকটি গ্রাম ঘুরে দেখেন।
এসময় তিনি বিভিন্ন এলাকায় বন্যাক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ-দুঃখের কথা শুনেন। বন্যায় ক্ষতিগ্রস্থদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের দুর্দশা দূর করতে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
উত্তর বাদেপাশা ইউনিয়নে জনসাধারনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন- বর্তমান সরকার বন্যার্তদের পাশে রয়েছে। বন্যা সহ যেকোন দুর্যোগ মোকাবেলায় আওয়ামীলীগ সরকার বদ্ধ পরিকর।
বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে মাননীয় মন্ত্রী বলেন- বন্যার্ত মানুষের কষ্ট লাঘবে প্রশাসনকে পর্যাপ্ত ত্রাণসামগ্রী দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্থদের হাতে ত্রাণসামগ্রী পৌছতে শুরু করেছে। বন্যা সমস্যা দূর না হওয়া পর্যন্ত এই সাহায্য অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বন্যায় ক্ষতিগ্রস্থদের দুর্দশা লাঘবকল্পে সমাজের বিত্তবান সহ দলমত নির্বিশেষে বন্যার্তদের পাশে দাড়ানোর আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার আলতাফ হোসেন, চেয়ারম্যান মোস্তাক আহমেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল কাদির কৃষি বিশ্ববিদ্যালয়’র রেজিস্টার বদরুল ইসলাম শুয়েব, কেন্দ্রিয় যুবলীগের সদস্য এডভোকেট আব্বাস উদ্দিন, শিক্ষামন্ত্রীর বিশেষ প্রতিনিধি সৈয়দ মিসবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ছালিক, দপ্তর সম্পাদক আলী আকবর ফখর, ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয়ের এজিএস মনসুর আহমেদ, জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ রহমান,  ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আলিম উদ্দিন বাবলু, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ ও জামিল আহমেদ কেরল, শিক্ষা বিষয়ক সম্পাদক রুহেল আমিন, মহানগর ছাত্রলীগের উপ-দপ্তর বিষয়ক সম্পাদক আব্দুল মালিক শাপলু,জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মিজানুর রহমান মিজান,  উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দীপন, শেখ রাসেল স্মৃতি পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি আসাদুল ইসলাম প্রমুখ।
আরোও উপস্থিত ছিলেন- তারেক আহমেদ, নাজিম উদ্দিন, আনোয়ার হোসেন, আসুক আহমেদ, সামাদ আহমেদ, সোহেল আরিয়ান, সুজন আহমেদ খান, নাঈমুল ইসলাম, ইউএস মিম টিভি রিপোর্টার কামরান আহমেদ সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৩ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031