শিরোনামঃ-

» থানায় সাধারণ ডায়রি করতে এসে যুবক আটক

প্রকাশিত: ০১. জুন. ২০১৭ | বৃহস্পতিবার

সালমান কাদের, গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জ থানায় সাধারণ ডায়রি করতে এসে আটক হয়েছে এক যুবক।
সে মৌলভীবাজার সদর উপজেলার সাধু হাটি এলাকার করিমপুর গ্রামের সুনীল দাস’র (বর্তমানে আব্দুল্লাহ’র) পুত্র কানু দাস (বর্তমানে আব্দুল আজিজ)।
তথ্য প্রযুক্তি আইনে তাকে গ্রেফতার করা হলেও পুলিশ বলছে তার নিরাপত্তার জন্যই তাকে থানায় আটকে রাখা হয়েছে।
জানা যায়- ৪ বছর পূর্বে আব্দুল আজিজ ও তার পরিবার ইসলাম ধর্মের আদর্শকে বিশ্বাস করে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হন। কিন্তু আজিজের পূর্বের ধর্মের লোকজন কোনভাবেই এ ধর্মান্তরিতকে মেনে নিতে পারেনি। তারা তার বিরুদ্ধে এক এক করে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে। এদের মধ্যে প্রধান ভুমিকায় রয়েছেন জকিগঞ্জ উপজেলার কেরাইয়া পল্লীশ্রী এলাকার মৃত সুরেশ রায়ের পুত্র রাকেশ রায়। তিনি নাকি হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান পরিষদের নেতা হিসাবে সর্বপরিচিত। রাকেশ আব্দুল আজিজের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একাধিক অশুভ মন্তব্য লিখে তাকে হেনস্থা করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
আজিজ জানান- বিগত ৪ বছর পুর্বে তিনি ইসলাম ধর্মের আদর্শে বিশ্বাস করে স্বপরিবারে ধর্মান্তরিত হওয়ার পর প্রায় ৩০-৪০জন হিন্দুসম্প্রদায়ের লোক কালিমা পড়ে মুসলমান হন। ইতিমধ্যে তার মামাতো ভাইয়ের স্ত্রী চার সন্তান নিয়ে এবং বয়োজ্যেষ্ঠ পিসি (ফুফু) অনেকটা ইসলামের দাওয়াত কবুল করায় হিন্দু সম্প্রদায়ের লোকজন ক্ষুব্ধ হয়ে উঠেন। তারা তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। তাই তিনি নিজের নিরাপত্তার জন্য গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডাইরী করতে আসলে পুলিশ তাকে তথ্য প্রযুক্তি আইনে আটক করে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক শিবলী জানান- আব্দুল আজিজ যে কোন সময় কিডন্যাপ হতে পারেন। তাই তার নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তাকে আটক রাখা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬৬ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031