শিরোনামঃ-

» ‘সরকারকে বলবেন বিচার বিভাগের স্বাধীনতা যেনো নিশ্চিত করে’ : প্রধান বিচারপতি

প্রকাশিত: ০১. জুন. ২০১৭ | বৃহস্পতিবার

এসবিএন ডেস্কঃ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি এসকে সিনহা বলেন- ‘বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি (সরকারকে) নিশ্চিত করতে বলবেন। আমি আপনার (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে থাকবো।’

বৃহস্পতিবার (১ জুন) সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানিকালে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে ১১তম দিনের শুনানি শুরু হয়। শুরুতে রাষ্ট্রপক্ষে পাল্টা যুক্তি উপস্থাপন করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

গত ২৫ মে থেকে আদালতে অ্যামিকাস কিউরি হিসেবে নিজেদের মতামতের ওপর শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। এরপর নিজ মতামত তুলে ধরে শুনানি করেন আইনজীবী তোফাজ্জল হোসেন (টিএইচ) খান ও ব্যারিস্টার এম আমির-উল ইসলাম, ড. কামাল হোসেন, আবদুল ওয়াদুদ ভূঁইয়া এবং এ এফ হাসান আরিফ।

গত ৩০ মে অ্যামিকাস কিউরি হিসেবে আদালতে নিজেদের মতামতের ওপর শুনানি শেষ করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।

আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম লিখিত যুক্তিতর্কের ওপর আদালতে শুনানি করেন গত ২৪ মে।

এরপর মামলার রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ তার বক্তব্যের ওপর শুনানি করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪২ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031