শিরোনামঃ-

» এয়ারপোর্ট থানায় কমিউনিটি পুলিশিং কমিটি ও বিট কার্যকরী মতবিনিময় সভা

প্রকাশিত: ২০. মে. ২০১৭ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটি ও ২৩ নং বিটের কার্যকরী মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতি বার বিকেল ৪টায় শাহীঈদগাঁস্থ একটি কিন্ডার গার্ডেন স্কুলের প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

সভায় কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলমগীর হোসেন আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মো. মুনাদির ইসলাম চৌধুরী বলেন – কমিউনিটি পুলিশরা জনগণের সেবা দিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। তাই তাদেরকে সহযোগিতা করতে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে এ সেবায় থাকেন ঠিক তদরূপ কমিউনিটি পুলিশরাও করেন। বর্তমান সরকার মানুষের নিরাপত্তা দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তৃণমূল থেকে শুরু করে এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, এয়ারপোর্ট থানার ৫ নং ওয়ার্ড ২৩ নং বিটের ইনচার্জ বিট অফিসার শ্রীকান্ত চন্দ্র দাশ ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৪ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031