শিরোনামঃ-

» রিয়েল লাইফ প্রবলেম সলভিং এর উপর কোডিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০৯. মে. ২০১৭ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্টমেন্টের প্রফেসর ড. মো. জহিরুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করতে সময়কে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনা করে সমাজের উন্নয়নে কাজ করতে হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রত্যেক শিক্ষার্থী নিজনিজ ক্ষেত্রে বিজয়ী। তিনি এরকম ব্যতিক্রমী ইভেন্ট আরো আয়োজনের জন্য আশাবাদ ব্যক্ত করেন।

তিনি এস.জে ইন্নোভেশন এর উদ্যোগে রিয়েল লাইফ প্রবলেম সলভিং এর উপর কোডিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

গতকাল নগরীর আম্বরখানাস্থ সিলেট অফিসে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথম ভেনচার এর পার্টনার ও টিউশনি ডটকম এর সিইও এএইচএম মোস্তাকিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইইই ডিপার্টমেন্টের এসিসট্যান্ট প্রফেসর মিয়া মো. আসাদুজ্জামান।

এস.জে ইন্নোভেশন এর এডমিন এসিসট্যান্ট জিলাল আহমদ উসমানীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন টেক্ট প্রজেক্ট রীড প্রথম ভেনচার ও এস.জে ইন্নোভেশন এর সফটওয়ার ডেভেলপার মো. মাহমুদুল হাসান।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন এস.জে ইন্নোভেশন এর সিইও শাহেদুল ইসলাম, সিওও সাহেরা খানম চৌধুরী ও ম্যানেজার সাঈদ আহমদ।

প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। প্রতিযোগিতায় ১ম হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাদাত তন্ময়, ২য় হন মেট্রোপলিটন ইউনিভার্সিটির পিংকু চন্দ্র ও ৩য় হন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রিয়জিৎ দাস প্রিয়ম।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৯ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031