শিরোনামঃ-

» ৪ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে

প্রকাশিত: ২৬. এপ্রিল. ২০১৭ | বুধবার

এডুকেশন ডেস্কঃ আগামী ৪ মে বৃহস্পতিবার প্রকাশ করা হবে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। সেদিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তার করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, অধিদপ্তরের ডিজি, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ উপস্থিত থাকার কথা জানা গেছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। দশটি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৮টি সাধারণ বোর্ডের অধীনে (এসএসসি) ১৪ লাখ ২৫ হাজার ৯০০, মাদ্রাসা বোর্ডের অধীনে ২ লাখ ৫৬ হাজার ৫০১ ও কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ৪ হাজার ২১২ পরীক্ষার্থী অংশ নেয়। গেলো ২ ফেব্রুয়ারি সারাদেশে ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বিগত বছরের মতোই এবারো ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। মে মাসের ২ থেকে ৪ তারিখের মধ্যে ফল প্রকাশে প্রধানমন্ত্রীর সম্মতির জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। তিনি ৪ তারিখ নির্ধারণ করছেন ওইদিন ফল প্রকাশ করা হবে।
পূর্বের ধারাবাহিকতায়, সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেওয়ার পর দুপুর ১২টায় সচিবালয়ে নিজ মন্ত্রণারয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের তথ্য উপাত্থ তুলে ধরবেন। এরপর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে, মোবাইল ফোনে এসএমএস এবং স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফল জানা যাবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৪ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031