শিরোনামঃ-

» সিলেট জেলা পরিষদ কর্তৃক ২০১৫ সনের এসএসসি ও এইচএসসি মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান

প্রকাশিত: ২০. এপ্রিল. ২০১৭ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ সিলেট জেলা পরিষদের উদ্যোগে পরিষদ মিলনায়তনে ২০১৫ সনের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাঁটলিপিকার একেএম কামরুজ্জামান মাছুমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ এখন অনেক দূর এগিয়ে গেছে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে বর্তমান সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষার প্রসারে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাপারে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য প্রযুক্তির শিক্ষা সহ মৌলিক শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীদের বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান সহ শিক্ষার্থীদের জন্য সহায়ক ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নে তাই শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন নেছা হক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ কে এম গোলাম কিবরিয়া তাফাদার, স্থানীয় সরকার বিভাগ সিলেটের পরিচালক (যুগ্ম সচিব) মো. মতিউর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য আমাতুজ জাহুরা রওশন জেবীন, মো. শামীম আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহবুবুর রহমান, গীতা পাঠ করেন শতাব্দী দেব। ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে বক্তব্য রাখে, কমলিকা চক্রবর্তী, পার্থ প্রতিমা দাস, ফারজানা বেগম প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০১ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031