শিরোনামঃ-

» বার কাউন্সিল পরীক্ষা আগামী ২ জুন; নোটিশ প্রকাশ

প্রকাশিত: ১৩. এপ্রিল. ২০১৭ | বৃহস্পতিবার

বিশেষ প্রতিবেদনঃ বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেট তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা আগামী ২ জুন (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইট www.barcouncil.gov.bd এই লিংকে নোটিশ প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার এন্ড রুলস, ১৯৭২-এর ২৭নং অনুচ্ছেদ অনুযায়ী যোগ্য ব্যক্তিগণ যাদের ৬ মাসের (১৮০ দিন) শিক্ষানবীশকাল ইতোমধ্যে সমাপ্ত হয়েছে অথবা ১ জুন ২০১৭ এর মধ্যে সমাপ্ত হবে তারা এবং বিধি নং-৬০(১) এর দ্বিতীয় শর্ত মোতাবেক যোগ্য আগ্রহী প্রার্থীগণ আগামী ৩০ এপ্রিল ২০১৭ এর মধ্যে বাংলাদেশ বার কাউন্সিলের নির্ধারিত ফরম ‘এ’ এর সহিত সংশ্লিষ্ট কাগজপত্র নির্ভুল, পূর্ণাঙ্গ ও যথাযথভাবে পুরণপূর্বক বাংলাদেশ বার কাউন্সিল বরাবরে প্রেরণ করতে হবে।

উক্ত তারিখের মধ্যে ফরম জমা দিতে ব্যার্থ হলে প্রতিদিন ২০০/- (দুই শত) টাকা হারে বিলম্ব ফি সহ ৭ মে ২০১৭ এর মধ্যে জমা দেয়া যাবে। উক্ত তারিখের পর কোন অবস্থাতেই কোন ফরম বা দরখাস্ত গ্রহণ হবে না।

কোন অনিবার্য কারণে ২ জুন ২০১৭ পরীক্ষা গ্রহণ করা সম্ভব না হলে পরবর্তী যথাশীঘ্র কোন সুবিধাজনক সময়ে এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হবে এবং সেক্ষেত্রে পরীক্ষার পরিবর্তিত তারিখে কোন প্রার্থীর পিউপিলেজ সময়কাল ১৮০ দিন পূর্ণ হলেও কোন ফরম কোন অবস্থাতেই গ্রহণ করা হবে না। বিস্তারিত দেখুন নোটিশে-

MCQ-Exam-Notice-2017

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৮৮ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031