শিরোনামঃ-

» অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপুরণের দাবিতে সিলেটে মানববন্ধন

প্রকাশিত: ০৪. এপ্রিল. ২০১৭ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ হাওরাঞ্চলে আগাম বন্যায় ফসল হানিতে কৃষকদের ক্ষতিপূরণ ও দুর্নীতিগ্রস্থ ঠিকাদার ও পাউবোর কর্মকর্তাদের শাস্তির দাবিতে মঙ্গলবার (৪ এপ্রিল) বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালীন সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা হাওর অঞ্চলের নদীগুলো খনন করা, কিছু কিছু জায়গায় স্থায়ী বাধ নির্মাণ করা ও সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার জন্য দাবি করেন।

বক্তারা হাওরাঞ্চলের কৃষকদের সকল কৃষি ঋণ ও এনজিওদের ঋণ মওকুফ করা, হাওরাঞ্চলের জলাশয়গুলোকে উন্মুক্ত করে দেওয়ার জোর দাবি জানান। একই সাথে হাওর অঞ্চলের সার্বিক উন্নয়নে গৃহিত হাওর উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং হাওর অঞ্চলের জন্য একটি পৃথক মন্ত্রণালয়ের দাবি করেন।

এতে সিলেটের সর্বস্তরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন অঞ্চলের হাওরবাসী উপস্থিত ছিলেন।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটুর পরিচালনায় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, সিলেট জজ কো্র্টের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, গণতন্ত্রী পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক আরিফ মিয়া, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, ছাতক সমিতি সিলেটের সভাপতি আ ন ম. ওহিদ কনা মিয়া, বৃহত্তর ময়মনসিংহ সমিতি সিলেটের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. তৌফিকুল আলম বাবলু, সাধারণ সম্পাদক মাহবুবুল হক, নেত্রকোনা জেলা সমিতি সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট শহিদুল্লাহ, তাহিরপুর সমিতি সিলেটের উপদেষ্টা আব্দুল হাই মাস্টার, সাধারণ সম্পাদক রজত ভুষন সরকার, বিশ্বম্ভরপুর সমিতি সিলেটের সাধারণ সম্পাদক প্রভাষক জামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আলী নুর, ছাতক সমিতি সিলেটের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট আলা উদ্দিন, মো. জামাল উদ্দিন, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ফারুক আহমদ, সুনামগঞ্জ সমিতি সিলেটের যুগ্ম-সাধারণ সম্পাদক আলা উদ্দিন মুক্তা, সাবেক সহ-সভাপতি কবির হাসান চৌধুরী, মধ্যনগর থানা উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, তাহিরপুর সমিতি সিলেটের সাংগঠনিক সম্পাদক শওকত হাসান আখঞ্জী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, মধ্যনগর সমিতি সিলেটের উপদেষ্টা হাকিম উদ্দিন, ছাতক দোয়ারা যুব ফোরামের ইঞ্জিনিয়ার মো. জাফর আলী, মধ্যনগর আওয়ামীলীগ নেতা মনোরঞ্জন তালুকদার, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল কাশেম, সমাজকল্যাণ সম্পাদক এডভোকেট আকবর হোসেন, অধ্যাপক বিপ্লব রায় জন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্রেশ রায়, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সুব্রত সামন্ত, আনোয়ার চৌধুরী, হুমায়ূন কবির চৌধুরী, নারী নেত্রী ইন্দ্রানী সেন, বিশ্বম্ভরপুর সমিতি সিলেটের উপদেষ্টা লুৎফুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সাংবাদিক নাবিদ হাসান, রিজিওনাল কো-অপারেটিভ এসোসিয়েশনের উপদেষ্টা সজীব আহমদ সজল, সভাপতি প্রণয় পাল, সাংগঠনিক সম্পাদক ফখর উদ্দিন আহমদ, আবুল বাশার জুয়েল, তাহিরপুর এসোসিয়েশন শাবিপ্রবি’র সাধারণ সম্পাদক আপন আহমদ, জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক রাফিউল করিম মাসুম, নেত্রকোণা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মাসুম আহমদ মাহি, মধ্যনগর ছাত্রকল্যাণ পরিষদে সভাপতি কাঞ্চন রায়, গৌরাঙ্গ তালুকদার, আকিকুল ইসলাম, আবুল বাশার জুয়েল, আবিদ হাসান, বাছির আহমদ, বায়জিদ হোসেন, আলী আহবান হাবিব প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৪ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031